TRENDING:

Petrol Diesel Price: পেট্রোল ১০০, প্রতি লিটারে কত কর চাপাচ্ছে কেন্দ্র- রাজ্য? জানুন কার ঘরে কত মুনাফা

Last Updated:

গত দু' মাসে ৩৪ বার পেট্রোলের (Petrol Diesel Price) মূল্যবৃদ্ধি হয়েছে৷ পেট্রোল পাম্পের ডিলাররা অবশ্য বলছেন, এতে তাঁদের মুনাফা কিছু বাড়েনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যেও সেঞ্চুরি করে ফেলল পেট্রোল৷ উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, কলকাতার কাছাকাছি কৃষ্ণনগরেও এক লিটার পেট্রোল কিনতে একশো টাকার বেশি দাম দিতে হচ্ছে৷ পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র- রাজ্য পরস্পরকে দায়ী করছে৷ কিন্তু পেট্রোল, ডিজেলের উপরে বিপুল কর চাপিয়ে কার ঘরে কত মুনাফা ঢুকছে?
advertisement

শনিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৯.০৪ টাকা৷ এর মধ্যে জ্বালানির মূল দাম ৪৩.৬৮ টাকা৷ কেন্দ্রের কর ৩২.৯০ টাকা, রাজ্যের কর ১৯.০০ টাকা৷ ডিলারের কমিশন থাকছে ৩.৪৬ পয়সা৷

অন্যদিকে ডিজেলের ক্ষেত্রেও ছবিটা অন্যরকম কিছু নয়৷ শনিবার কলকাতায় এক লিটার ডিজেলের দাম পড়েছে ৯২.০৩ টাকা৷ এর মধ্যে জ্বালানির মূল দাম ছিল ৪৪.৯৫ টাকা৷ কলকাতায় এক লিটার ডিজেল বিক্রি হলে কর বাবদ কেন্দ্রীয় সরকার পাচ্ছে ৩১.৮০ টাকা৷ রাজ্য কর বাবদ পাচ্ছে ১৩.০৪ টাকা৷ কমিশন বাবদ ডিলার পাচ্ছেন ২.২৪ টাকা৷ এর থেকেই পরিষ্কার, আমজনতার পকেটে টান পড়লেও পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র- রাজ্যের ভাঁড়ার কীভাবে পূর্ণ হচ্ছে৷

advertisement

গত দু' মাসে ৩৪ বার পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে৷ পেট্রোল পাম্পের ডিলাররা অবশ্য বলছেন, এতে তাঁদের মুনাফা কিছু বাড়েনি৷ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জন মুখোপাধ্যায় বলেন, 'আমাদের ডিলারদের মুনাফা কিন্তু বাড়ছে না৷ সারা বিশ্বে তেলের দাম গতকালও যা ছিল, আজকেও তাই আছে৷ তাহলে মুনাফাটা কোথায় যাচ্ছে?'

সেরা ভিডিও

আরও দেখুন
ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্ক
আরও দেখুন

২০২০ সালের মার্চ মাসে তেলের উপরে শুল্ক বাড়ায় কেন্দ্র৷ রাজ্যগুলিও নিজেদের প্রয়োজন মতো পেট্রোল- ডিজেলের উপরে ভ্যাট বসায়৷ গোটা দেশের মধ্যে রাজস্থানে পেট্রোল- ডিজেলের উপরে ভ্যাট সর্বাধিক৷ এর পরে রয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র৷ পশ্চিমবঙ্গ সরকার অবশ্য গত ফেব্রুয়ারি মাসে পেট্রোপণ্যের উপরে লিটার পিছু এক টাকা করে সেস কমিয়েছিল৷ দীর্ঘদিন ধরেই পেট্রোল- ডিজেলের উপরেও জিএসটি বসানোর দাবি উঠেছে৷ সেক্ষেত্রে গোটা দেশেই পেট্রোল- ডিজেলের উপরে অভিন্ন হারে কর চাপবে৷ কিন্তু সেই দাবিতে সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার৷ এ বিষয়ে রাজ্যগুলিও চুপ৷ কারণ একবার পেট্রোল, ডিজেলকেও জিএসটি-র আওতায় নিয়ে এলে জ্বালানি বিক্রি থেকে কেন্দ্র- রাজ্য দু' পক্ষেরই আয় অনেকটা কমে যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price: পেট্রোল ১০০, প্রতি লিটারে কত কর চাপাচ্ছে কেন্দ্র- রাজ্য? জানুন কার ঘরে কত মুনাফা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল