TRENDING:

ফেসবুকের পর এবার Silver Lake, জিও-তে ৫,৬৫৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মার্কিন ইক্যুয়িটি ফার্মের

Last Updated:

RIL এবং জিও-র একটি যৌথ বিবৃতিতে সোমবার এ কথা জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র জন্য এবার দারুণ খবর ৷ ফেসবুকের পর এবার আরও এক মার্কিন সংস্থা বিশাল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল সোমবার ৷ মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম Silver Lake জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯৯ লক্ষ কোটি টাকার ইক্যুইটি মূল্যে ১.১৫% শেয়ারের জন্য ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে ৷ ফেসবুকের চুক্তির দু’সপ্তাহ যেতে না যেতেই আরও একটা বড় চুক্তির ঘোষণা অবশ্যই সুখবর জিও-র জন্য ৷
advertisement

RIL এবং জিও-র একটি যৌথ বিবৃতিতে সোমবার জানানো হয়েছে,  "রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও প্ল্যাটফর্মস লিমিটেডের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে যে সিলভার লেক জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইক্যুয়িটি মূল্যে এবং ৫.১৫ লক্ষ কোটি টাকা এন্টারপ্রাইজ মূল্যে ১২.৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

জিও প্ল্যাটফর্মগুলি পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলির উপরেই এখন বেশি ফোকাস করছে ৷ সংস্থার ৩৮৮ মিলিয়নরও বেশি গ্রাহকদের কানেক্টিভিটির মাধ্যমগুলি বাড়ানোই হল সংস্থার লক্ষ্য ৷ জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফেসবুকের পর এবার Silver Lake, জিও-তে ৫,৬৫৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মার্কিন ইক্যুয়িটি ফার্মের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল