RIL এবং জিও-র একটি যৌথ বিবৃতিতে সোমবার জানানো হয়েছে, "রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও প্ল্যাটফর্মস লিমিটেডের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে যে সিলভার লেক জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইক্যুয়িটি মূল্যে এবং ৫.১৫ লক্ষ কোটি টাকা এন্টারপ্রাইজ মূল্যে ১২.৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত ৷
জিও প্ল্যাটফর্মগুলি পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলির উপরেই এখন বেশি ফোকাস করছে ৷ সংস্থার ৩৮৮ মিলিয়নরও বেশি গ্রাহকদের কানেক্টিভিটির মাধ্যমগুলি বাড়ানোই হল সংস্থার লক্ষ্য ৷ জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।