অন্য ফিল্মটিতে আবার সেনকো গোল্ডের রূপান্তরকামী মহিলা কর্মী রুপুর জীবনের গল্পই শোনা গিয়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ক্যামাক স্ট্রিট শো-রুমের সেলস বিভাগে গত পাঁচ বছর ধরে কাজ করছেন রুপু। তিনি যাতে নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পান, তার জন্যই তাঁকে এই মঞ্চ দিয়েছে সেনকো গোল্ড। সেই সঙ্গে সমাজে অন্যদেরও মাথা তুলে বাঁচার অনুপ্রেরণা জোগাচ্ছেন গয়নার বিপণির এই রূপান্তরকামী মহিলা কর্মী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সেনকোর তৈরি এই দু’টি ছবি।
advertisement
এই নতুন উদ্যোগের প্রসঙ্গে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডিরেক্টর জয়িতা সেন বলেন, “আমরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ এলজিবিটি কমিউনিটির অধিকারকে সমর্থন জানাচ্ছি। আসলে এই কমিউনিটির যেসব মানুষ সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে নিত্য লড়াই করে সমাজে নিজেদের জায়গা করে নিচ্ছেন, তাঁদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নতুন এই থিম #WearYourPride-এর মাধ্যমে। আমরা তাঁদের এবং তাঁদের সাহসকে কুর্নিশ জানাই। আর আমাদের কর্মী রুপুর স্বপ্নকে সত্যি করতে তাঁর লিঙ্গ রূপান্তরের প্রক্রিয়ায় আমরা তাঁকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। রুপু সবার জন্যই একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের আশা, এভাবে আরও অনেক রুপু-কে আমরা দেখতে পাব, যাঁরা আমাদের রুপুর পথ অনুসরণ করবেন।”
এই উদ্যোগ প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন আবার বলেন, “সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সর্বব্যাপী বিকাশের বিষয়ে প্রচার করছে। দ্যুতি চাঁদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার মাধ্যমেই আমরা সেই উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, দ্যুতি শুধুমাত্র এলজিবিটি কমিউনিটির জন্য নয়, সমস্ত খেলোয়াড়দের জন্যই অনুপ্রেরণা জোগাতে পারবেন। আমি আনন্দের সঙ্গে জানাই যে, এখন আমাদের সেনকো গোল্ড পরিবারেও রয়েছেন এলজিবিটি কমিউনিটির সদস্য। ওই কমিউনিটির আরও সদস্যদের স্বাগত জানিয়ে সানন্দে গ্রহণ করব আমরা। সেনকো গোল্ড-এ রুপুর মতো সকলকে নানা বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছি আমরা।”
আরও পড়ুন- ঘরে-বাইরে ব্যস্ততার মাঝেই ঝরবে ওজন! মহিলাদের অব্যর্থ কাজে আসে এই ১৪ নিয়ম
সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসার শুভশ্রী সেনগুপ্তের বক্তব্য, “সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ আমরা সকলকে সমান সুযোগ-সুবিধা দেওয়ায় বিশ্বাসী। সেই সঙ্গে লিঙ্গ, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত ক্ষেত্রের মানুষকে এখানে কাজ করার জন্য উৎসাহ দিয়ে থাকি। সেনকো-তে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, যেখানে এলজিবিটি কমিউনিটির মানুষও নিজেদের মেলে ধরতে পারেন এবং প্রতিভা বিকাশের সুযোগ পান। সেই সঙ্গে এলজিবিটি কমিউনিটির যোগ্য মানুষদের আমরা আন্তরিক ভাবে স্বাগত জানাই এবং তাঁরা যাতে নিজেদের পেশাগত জীবনে মাইলফলক গড়তে পারেন, সেই দিকটাও আমরা নিশ্চিত করছি।”