TRENDING:

প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট রয়েছে? বাড়ি বসেই রোজগার করতে পারবেন বিশাল টাকা

Last Updated:

গ্রাহকেরা দারুন রিটার্ন পাবেন। বাড়ি বসেই আপনি রোজগার করতে পারবেন টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রধানমন্ত্রী জনধন যোজনায় (PMDJY) অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য সুখবর! সিনএনবিসি ভয়েস-এর প্রতিবেদন অনুযায়ী, PMDJY গ্রাহকদের জন্য ব্যাঙ্ক একটি নয়া স্কিম চালু কতে পারে। এই স্কিমের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডার ও ব্যাঙ্ক, উভয়েই লাভবান হবে বলে জানা গিয়েছে।
advertisement

সূত্রের খবর, প্রধানমন্ত্রী জনধন যোজনায় গ্রাহকদের সেফ-স্কিম যেমন সোনা, মিউটুয়াল ফান্ডে বিনিয়োগ করায় উৎসাহিত করা হবে। এর থেকে গ্রাহকেরা দারুন রিটার্ন পাবেন। বাড়ি বসেই আপনি রোজগার করতে পারবেন টাকা।

সূত্রের খবর, পাবলিক সেক্টর ব্যাঙ্ক (পিএসবি) অর্থাৎ সরকারি ব্যাঙ্ক একটি স্কিম চালু করবে সেফ ইনভেসমেন্ট অর্থাৎ ঝুঁকিহীন বিনিয়োগের জন্য। জনধন অ্যাকাউন্ট হোল্ডার-রা এই সুবিধা নিতে পারবেন। ব্যাঙ্ক-কেই উদ্যোগ নিতে হবে সাধারণ গ্রাহকদের বিনিয়োগে উৎসাহিত করতে। বিনিয়োগের আওতায় পড়ছে সোনায় বিনিয়োগ, এসআইপি, ফিক্সড ডিইপোসিট।

advertisement

২০১৪ সালের ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনধন যোজনার উদ্বোধন করেছিলেন। জনধন যোজনা হল একটি অনন্য উদ্যোগ যা দেশের কল্যাণমূলক সুবিধাগুলিকে উন্নত করবে এবং দেশের সমস্ত বাসিন্দাকে আর্থিকভাবে সংযুক্ত করা নিশ্চিত করবে৷ উদ্যোগটি দেশের প্রতিটি পরিবারের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট অ্যাক্সেস- যোগ্য করে বাসিন্দাদের সঞ্চয় করতে উত্সাহিত করার চেষ্টা করে। ই স্কিমটিতে জীবন এবং দুর্ঘটনাজনিত বীমা কভারেজ অন্তর্ভুক্ত রয়েছে। লক্ষ লক্ষ ভারতীয়, যাঁরা বীমা কভারেজ বহন করতে পারেন না, তাঁরা এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জনধন যোজনা অ্যাকাউন্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, বা পোস্ট অফিসে খোলা যায়। অন্য যে-কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট (সঞ্চয়) কে জন ধন যোজনা অ্যাকাউন্টে রূপান্তরিতও করা যায়। ১০ বছরের বেশি বয়সি যে-কোনও ভারতীয় নাগরিক জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট রয়েছে? বাড়ি বসেই রোজগার করতে পারবেন বিশাল টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল