আনুষ্ঠানিকভাবে ভাবে কৃষি পাওয়ার টিলার কৃষিজীবীদের হাতে তুলে দিতে উপস্থিত হয়েছিলেন কৃষি দফতরের আধিকারিক সহ অনেকেই। সরকারি সহায়তায় পাওয়ার টিলার হাতে পেয়ে মুখে চওড়া হাসি কৃষিজীবীদের।কান্দি ব্লকের কৃষি অধিকারীক বলেন, এই পাওয়ার টিলার আজকে দশজনকে দেওয়া হয়েছে। এই পাওয়ার টিলার পেতে গেলে 'মাটির কথা' বলে সরকারি একটি পোর্টাল রয়েছে।
অক্টোবর-নভেম্বর মাসে যদি অন হয় অ্যাপ থেকে এবং সেখানে অনলাইনে আবেদন করতে হবে। এবং পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষ উল্লেখ্য ১০০ একর জমির মালিকানা তার থাকতে হবে। সেইসব মালিকরা ভোটের কার্ড জমির কাগজ অনলাইনে আবেদন দেওয়ার কাগজ সমস্ত কিছু এই অফিসে তিন কপি জমা করতে হবে। তারপর উদ্ধর্তন কর্তপক্ষ হয়ে নানান কাজকর্ম হয়। তারপর বিল পাঠানোর একমাসের মধ্যে সাবসিডি চাষীর একাউন্টে পাঠিয়ে দিই। তারপরেই পাওয়ার টিলার নিয়ে নিজের জমিতে কাজ করতে পারবেন চাষীরা।
advertisement
কৌশিক অধিকারী





