TRENDING:

Murshidabad Agriculture: কৃষি দফতরের উদ্যোগে পাওয়ার টিলার দেওয়া হল চাষিদের, জানুন আবেদনের পদ্ধতি 

Last Updated:

গ্রামীণ এলাকার কৃষিজীবীদের উজ্জীবিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গ্রামীণ এলাকার কৃষিজীবীদের উজ্জীবিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পে পিছিয়ে নেই মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক। ব্লকের কৃষি আধিকারিক উদ্যোগে এলাকার ১০ জন কৃষিজীবী মানুষের হাতে তুলে দেওয়া হল পাওয়ার টিলার। পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি পাওয়ার টিলারে ৮৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ায়, প্রায় অর্ধেক মূল্যে এই কৃষি যন্ত্র হাতে পেল কৃষিজীবীরা।
advertisement

আনুষ্ঠানিকভাবে ভাবে কৃষি পাওয়ার টিলার কৃষিজীবীদের হাতে তুলে দিতে উপস্থিত হয়েছিলেন কৃষি দফতরের আধিকারিক সহ অনেকেই। সরকারি সহায়তায় পাওয়ার টিলার হাতে পেয়ে মুখে চওড়া হাসি কৃষিজীবীদের।কান্দি ব্লকের কৃষি অধিকারীক বলেন, এই পাওয়ার টিলার আজকে দশজনকে দেওয়া হয়েছে। এই পাওয়ার টিলার পেতে গেলে 'মাটির কথা' বলে সরকারি একটি পোর্টাল রয়েছে।

অক্টোবর-নভেম্বর মাসে যদি অন হয় অ্যাপ থেকে এবং সেখানে অনলাইনে আবেদন করতে হবে। এবং পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষ উল্লেখ্য ১০০ একর জমির মালিকানা তার থাকতে হবে। সেইসব মালিকরা ভোটের কার্ড জমির কাগজ অনলাইনে আবেদন দেওয়ার কাগজ সমস্ত কিছু এই অফিসে তিন কপি জমা করতে হবে। তারপর উদ্ধর্তন কর্তপক্ষ হয়ে নানান কাজকর্ম হয়। তারপর বিল পাঠানোর একমাসের মধ‍্যে সাবসিডি চাষীর একাউন্টে পাঠিয়ে দিই। তারপরেই পাওয়ার টিলার নিয়ে নিজের জমিতে কাজ করতে পারবেন চাষীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Murshidabad Agriculture: কৃষি দফতরের উদ্যোগে পাওয়ার টিলার দেওয়া হল চাষিদের, জানুন আবেদনের পদ্ধতি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল