আলু-পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে এবার বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত অন্য রাজ্যে আলু রফতানি করা যাবে না। এই নিয়ে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ মানা হয়নি। বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে ফের একপ্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি করা হয়েছে? নজরদারি কোথায় ছিল? প্রশ্ন তোলেন মমতা। এরপরেই আলু ব্যবসায়ী, টাস্ক ফোর্স-এর সদস্যদের নিয়ে এদিন বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ।
advertisement
আরও পড়ুন: স্বামীর বয়স ৫৮..! সন্তানহীন দম্পতির ‘টেস্ট টিউব বেবি’ নেওয়ার আর্জিতে বিরাট রায় হাইকোর্টের
মুখ্যসচিব বৈঠকে সাফ জানান, রাজ্যের বাইরে আপাতত আলু যাবে না, বৈঠকে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়ে মনোজ পন্থ এদিন আলু ব্যবসায়ীদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ মুখ্যসচিবের। যতক্ষণ না পর্যন্ত রাজ্যে আলুর চাহিদা মিটছে, আলু রাজ্যের বাইরে যাবে না।