বিনিয়োগকারীরা পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে লগ্নি করতে পারেন। এটি একটি দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। লগ্নিকারি দেশের যে কোনও একটি পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমের মেয়াদ ৫ বছর। এই প্রতিবেদনে পোস্ট অফিসের এই বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
প্রকল্পের বিবরণ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) স্কিমে বিনিয়োগ করলে লগ্নিকারি বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদ পাবেন। এটি বেশিরভাগ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের চেয়ে বেশি। মাত্র ১০০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এছাড়াও, এনএসসি-তে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। এই প্রকল্পে বিনিয়োগে ভারতীয় আয়কর আইন ৮০সি-এর অধীনে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এনএসসিতে ১০০, ৫০০, ১০০০, ৫০০০, ১০,০০০ বা বেশি টাকার সার্টিফিকেট কেনা যেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক তাঁর সন্তানের জন্যও এই সার্টিফিকেট নিতে পারেন।
advertisement
আরও পড়ুন: Instagram- এ এবার গোপনে চালাতে পারবেন এই কাজ! চেষ্টা করেও ধরতে পারবে না কেউ! জানলে অবাক হবেন!
কত রিটার্ন পাওয়া যাবে?
যদি কোনও ব্যক্তি এনএসসি স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৫ বছরের লক-ইন পিরিয়ডে প্রতি বছর ৬.৮ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে চক্রবৃদ্ধি হারে হিসেব করলে দেখা যাবে ওই ব্যক্তি ৫ বছর শেষে ১৪ লক্ষ টাকা পাবেন।
কারা বিনিয়োগ করতে পারবেন?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করার জন্য লগ্নিকারির বয়স কমপক্ষে ১০ বছর হতে হবে। তবে এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সন্তানের অভিভাবকের কাছে থাকবে। শিশুর বয়স ১৮ হওয়ার পর সে ওই অ্যাকাউন্টের দায়িত্ব নিতে পারবেন। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিকরা নিজেরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। শুধুমাত্র নয়, ৩ জনের সঙ্গেও এনএসসি স্কিমে যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।