বিশ্বব্যাপী গ্যাস সংকটের কারনে এবার দাম বাড়তে চলেছে সিএনজি, পিএনজি ও বিদ্যুতের ৷ পরিবহনের পাশাপাশি এবার কারখানায় উৎপাদনের খরচা বেড়ে যাবে ৷ সরকারের ফার্টিলাইজার সাবসিডি বিলও বাড়তে চলেছে ৷ সব মিলিয়ে এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে দেশের সাধারণ মানুষের উপরে ৷
আরও পড়ুন: ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন
advertisement
চাহিদা অনুযায়ী যোগান অনেকটাই কম -
বিশ্বের অর্থ অবস্থা এখন করোনার প্রকোপ থেকে অনেকটাই বেরোতে শুরু করেছে ৷ এর জেরে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা বেড়েই চলেছে ৷ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্লাই বাড়ানোর জন্য কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না ৷ ফলে বিপুল দাম বাড়তে পারে গ্যাসের ৷
আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি চুক্তির কারনে ডোমেস্টিক সংস্থাগুলি ইতিমধ্যেই আমদানি করা এলএনজির জন্য বাড়তি মূল্য দিচ্ছে ৷ দীর্ঘমেয়াদি চুক্তির দাম অশোধিত তেলের সঙ্গে যুক্ত ৷ এর জেরে স্পট মার্কেট থেকে কেনা বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের প্রভাব এপ্রিল মাস থেকে দেশের বাজারে দেখা যাবে, যখন সরকার ন্যাচারাল গ্যাসের দামে বদল করবে ৷ সূত্রের খবর অনুযায়ী, এবার ২.৯ ডলার প্রতি এমএএমবিটিইউ থেকে বাড়িয়ে ৬-৭ ডলার করা হতে পারে ৷ জানা গিয়েছে, গভীর সমুদ্রে থেকে বের করা গ্যাসের দাম ৬.১৩ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করা হবে ৷
আরও পড়ুন: ফের রেকর্ড করতে চলেছে সোনার দাম, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল....
দেশের ন্যাচারাল গ্যাসের দাম প্রতি বছর এপ্রিল ও অক্টোবর মাসে জারি করা হয় ৷ এপ্রিলের দাম জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ এর আন্তর্জাতিক বাজারের দামের উপর নির্ভর করে ৷ ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেডের তরফে জানানো হয়েছে, দেশের ন্যাচারল গ্যাসের দাম এক ডলার বাড়ালে সিএনজির দাম ৪.৫ টাকা প্রতি কিলো বেড়ে যাবে ৷ অর্থাৎ সিএনজির দাম ১৫ টাকা প্রতি কিলোতে বেড়ে যাবে ৷