এবার থেকে বড় অঙ্কের লোন দেওয়ার আগে পাসপোর্ট চাইবে ব্যাঙ্ক ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে 50 কোটি বা তার থেকে বড় অঙ্কের লোন নিতে চাইলে গ্রাহককে জমা দিতে হবে তাঁর পাসপোর্ট ৷ ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর সচিব রাজীব কুমার শনিবার ট্যুইট করে এই নয়া নিয়মের কথা জানিয়েছেন ৷ একইসঙ্গে সাম্প্রতিক কালের সবথেকে বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার প্রভাবেই এমন পদক্ষেপ তাও স্পষ্ট করেছেন তিনি ৷
advertisement
কোনও কারণে ঋণগ্রহণের পর গ্রাহক কোনওরকম প্রতারণা বা ঋণ খেলাপী কাজ করলে ব্যাঙ্ক যাতে পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই জন্যই এই সিদ্ধান্ত ৷ পাসপোর্টের তথ্য হাতে না থাকায় হাজার কোটি টাকার ঋণ না মিটিয়েই দেশ ছেড়েছেন বিজয় মাল্য , নীরব মোদি, মেহুল চোকসি ও যতীন মেহতা ৷ তাই ঋণখেলাপীদের ঠেকাতে অর্থমন্ত্রকের তরফে এই পাসপোর্ট জমা নেওয়ার নয়া নির্দেশ ৷ এছাড়া ব্যাঙ্কের হিসেবনিকেশে কোনও গলতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সিবিআই, ইডিকে খবর দেওয়ার নির্দেশও দিয়েছে অর্থমন্ত্রক ৷