বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার অন্তর্গত এই স্কিম শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ এই যোজনায় বাবা-মা বা অভিভাবকরা মেয়েদের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ অধিকতম দুটি মেয়ের নামে আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা যাবে ৷ মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
পিএনবি-র ট্যুইট-
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছে, কেন্দ্র সরকারের তরফে এই স্মল সেভিংস স্কিম চালানো হয় ৷ এই যোজনায় আপনি ট্যাক্স ছাড় পাবেন ৷ এখানে বছরে ন্যূনতম ২৫০ টাকা ও অধিকতম ১,৫০,০০০ টাকা ইনভেস্ট করা যাবে ৷ এই https://www.pnbindia.in/sukanya-account.html লিঙ্কে ক্লিক করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ৷ এই যোজনায় বার্ষিক ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক তিন মাসে কেন্দ্র সরকারের তরফে সুদের হার রিভাইস করা হয়ে থাকে ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে পোস্ট অফিস বা ব্যাঙ্কে আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট জমা করতে হবে ৷ এছাড়া মেয়ের বাবা-মায়ের পরিচয় পত্র (প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ), ও ঠিকানার প্রমান পত্র জমা দিতে হবে ৷
এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬,০০০ টাকা হয় ৷ ১৪ বছর ধরে ৭.৬ শতাংশ হিসেবে সুদ ক্যালকুলেট করলে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর পর অর্থাৎ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫,২২,২২১ টাকা ৷
