TRENDING:

PNB-র এই বিশেষ সেভিংস স্কিমে মিলছে অনেক বেশি সুদের হার !

Last Updated:

কী কী শর্ত রয়েছে -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ স্কিম ৷ অন্যান্য ব্যাঙ্কের মতো এখানেও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা ৷ পিএনবি-তে সিনিয়র সিটিজেনদের জন্য একাধিক স্কিম রয়েছে ৷
advertisement

এর মধ্যে একটি স্কিম হল পিএনবি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (PNB Senior Citizen Saving Scheme) ৷ ব্যাঙ্ক এই স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ইনভেস্ট করার সুবিধা দিচ্ছে ৷ অরসরপ্রাপ্ত নাগরিকরা এই স্কিমের লাভ নিতে পারবেন ৷ এই স্কিমে ইনভেস্ট করে প্রবীণ নাগরিকরা কম টাকা ইনভেস্ট করে বিপুল রিটার্ন পেতে পারেন ৷

advertisement

প্রত্যেক ত্রৈমাসিকে সরকারের তরফে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করা হয় ৷ বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে ৷

কী কী শর্ত রয়েছে -

>> এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম ১৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷

>> স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড ৫ বছরের ৷ পরে আরও ৩ বছরের জন্য তা বাড়ানো যেতে পারে ৷

advertisement

>> এই স্কিমে একজনের বেশি নমিনি রাখা যেতে পারে ৷

>> এই স্কিমের জন্য গ্রাহকের বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে ৷

>> ভিআরএস নিয়ে থাকলে এবং সেই ব্যক্তির বয়স ৫৫ বছর বা তার বেশি হলে তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

>> ডিফেন্স সার্ভিস পার্সোনালের জন্য বিশেষ ছাড় রয়েছে ৷ ৫০ বছর বা তার বেশি বয়স থেকে এই স্কিমের সুবিধা পাবেন তাঁরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-র এই বিশেষ সেভিংস স্কিমে মিলছে অনেক বেশি সুদের হার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল