>> এই অ্যাকাউন্টে গ্রাহকদের ২০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমার সুবিধা দেওয়া হয়
>> এই অ্যাকাউন্টে যাদের মাসে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন তাঁদের সিলভার ক্যাটাগরিতে রাখা হয়েছে
>> ২৫০০১ থেকে ৭৫০০০ টাকা বেতন যাঁদের তাঁদের গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে
>> ৭৫০০১ থেকে ১৫০০০০ টাকা বেতন হলে প্রিমিয়াম ক্যাটাগরি
advertisement
>> ১৫০০০০১ টাকার বেশি বেতন হলে প্ল্যাটিনাম ক্যাটাগরি
পিএনবি-র তরফে ট্যুইটে বলা হয়েছে আপনার বেতন সঠিক ভাবে ম্যানেজ করতে চান ? তাহলে খুলে ফেলুন PNB MySalary Account ৷ এখানে ব্যক্তিগত দুর্ঘটনা বীমার পাশাপাশি মিলবে ওভারড্রাফ্ট সুবিধা ৷
সিলভার ক্যাটাগরির গ্রাহকরা ৫০ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা পেয়ে যাবেন ৷ গোল্ড ক্যাটাগরি ১৫০০০০টাকা, প্রিমিয়াম ২২৫০০০ টাকার এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকরা পেয়ে যাবেন ৩,০০,০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা ৷ আরও বিস্তারিত জানতে https://www.pnbindia.in/salary-saving-products.html লিঙ্ক ভিজিট করতে পারবেন ৷