পিএনবি ট্যুইট করে জানিয়েছে- পিএনবি (PNB) তাদের অফিশিয়াল ট্যুইট হ্যান্ডেলে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে লেখা ছিল ১৫ মে, ২০২১ ব্যাঙ্ক ওভারসিজ ও বাণিজ্যিক সম্পত্তির ই নিলামি করা হয়েছে ৷ এখানে উচিৎ মূল্যের প্রোপার্টি কিনতে পারবেন ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১০,৮৮৩টি রেসিডেনশিয়াল প্রোপার্টি রয়েছে ৷ এছাড়া ২৪৪৭ কমার্শিয়াল প্রোপার্টি, ১২১৮ ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি, ৭১ এগ্রিকালচার প্রোপার্টি ৷ এই সমস্ত প্রোপার্টির নিলামি ব্যাঙ্কের তরফে করা হবে ৷
প্রোপার্টির নিলামির বিষয়ে বিস্তারিত জানার জন্য https://ibapi.in/ লিঙ্কে ক্লিক করতে হবে ৷ ব্যাঙ্কের অনুযায়ী, এই সম্পত্তির ফ্রিহোল্ড বা লিজহোল্ড হওয়ায়, স্থান, মাপ-সহ অন্য তথ্য নিলামির জন্য জারি নোটিসে দেওয়া থাকে ৷ ই-নিলামির মাধ্যমে প্রোপার্টি কিনতে চাইলে ব্যাঙ্কে গিয়ে প্রক্রিয়া ও প্রোপার্টি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷
যে সমস্ত প্রোপার্টির মালিকরা তাদের লোন শোধ দিতে না পারায় ৷ তাদের বাড়ি, জমি ব্যাঙ্ক কব্জায় নিয়ে নেয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এরকম প্রোপার্টির নিলামি করা হয়ে থাকে ৷ প্রোপার্টি নিলাম করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷