১০ বছরের বেশি যে কোনও বাচ্চার নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য কেওয়াইসি-র দরকার পড়বে ৷ ছবির পাশাপাশি আইডি ও বাড়ির ঠিকানার প্রমান পত্র জমা দিতে হবে ৷ এই অ্যাকাউন্টে কী কী সুবিধা মিলবে দেখে নিন এক নজরে-
বাবা মা বা অভিভাবকরা সন্তানদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
advertisement
১০ বছরের বেশি বয়সের বাচ্চারা নিজেরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়
ইনিশিয়াল ডিপোজিট জিরো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে
পিএনবি ট্যুইট করে এই অ্যাকাউন্টের বিষয়ে জানিয়েছে ৷ এর মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে Minimum Quarterly Average Balance (QAB) জিরো ৷ এছাড়া এই অ্যাকাউন্টে এক বছরের জন্য ব্যাঙ্কের তরফে ৫০ পাতার চেকবুক দেওয়া হয়ে থাকে ৷ NEFT লেনদেনের ক্ষেত্রে প্রতিদিন ১০ হাজার টাকার ট্রানজাকশন করতে পারবেন ৷
এছাড়া স্কুল ও কলেজের জন্য ডিমান্ড ড্রাফ্ট ফ্রি ৷ Rupay এটিএম কার্ডে প্রতিদিন ৫০০০ টাকা বিনামূল্যে তোলা যেতে পারে ৷ আরও বিস্তারিত জানতে https://www.pnbindia.in/pnb-junior-sf-account.html লিঙ্কে ভিজিট করতে পারেন গ্রাহকরা ৷