২০১৬ সালে উজ্জ্বলা ১.০ লঞ্চ করা হয়েছিল দরিদ্র সীমা নীচে থাকে পরিবার(BPL) ৫ কোটি মহিলাদের এলপিজি কানেকশন দেওয়ার টার্গেট রাখা হয়েছিল ৷ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক মন্ত্রকের তরফে এই যোজনা চালানো হয় ৷
উজ্জ্বলা ২.০ যোজনায় সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি কানেকশনের পাশাপাশি প্রথম রিফিল ও হটপ্লেট বিনা কোনও শুল্কে দেওয়া হবে৷ এই যোজনায় রেজিস্ট্রেশনের জন্য নামমাত্র নথিপত্র লাগবে ৷
advertisement
এছাড়া বিপিএল পরিবারগুলিকে একটি এলপিজি কানেকশনের জন্য ১৬০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ তবে সুবিধাভোগীদের গ্যাস ওভেন নিজেদের কিনতে হবে ৷ যোজনা অনুযায়ী, সুবিধাভোগীদের ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে ৷ এর জন্য প্রায় ৩২০০ টাকা লাগে ৷ এর মধ্যে ১৬০০ টাকা সাবসিডি মিলবে এবং ১৬০০ টাকা OMCs অ্যাডভান্স হিসেবে দেওয়া হবে ৷
উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন পাওয়ার জন্য মহিলাদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷ এছাড়া তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিপিএল কার্ড থাকতে হবে ৷