TRENDING:

এবার বিনামূল্যে পেয়ে যাবেন LPG গ্যাস কানেকশন, সরকার দেবে ১৬০০ টাকার সাহায্য

Last Updated:

মোদি সরকার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে গ্যাস কানেকশন দেওয়ার সুবিধা শুরু করতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দুপুর ১২:৩০ ভিডিও কনফার্রেন্সের মাধ্যমে উজ্জ্বলা যোজনা 2.0 (Ujjwala Yojana 2021) শুরু করতে চলেছে ৷ মোদি সরকার আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে গ্যাস কানেকশন দেওয়ার সুবিধা শুরু করতে চলেছে ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন ৷ এই যোজনায় দেশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন দেওয়া হবে ৷
advertisement

২০১৬ সালে উজ্জ্বলা ১.০ লঞ্চ করা হয়েছিল দরিদ্র সীমা নীচে থাকে পরিবার(BPL) ৫ কোটি মহিলাদের এলপিজি কানেকশন দেওয়ার টার্গেট রাখা হয়েছিল ৷ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক মন্ত্রকের তরফে এই যোজনা চালানো হয় ৷

উজ্জ্বলা ২.০ যোজনায় সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি কানেকশনের পাশাপাশি প্রথম রিফিল ও হটপ্লেট বিনা কোনও শুল্কে দেওয়া হবে৷ এই যোজনায় রেজিস্ট্রেশনের জন্য  নামমাত্র নথিপত্র  লাগবে ৷

advertisement

এছাড়া বিপিএল পরিবারগুলিকে একটি এলপিজি কানেকশনের জন্য ১৬০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ তবে সুবিধাভোগীদের গ্যাস ওভেন নিজেদের কিনতে হবে ৷ যোজনা অনুযায়ী, সুবিধাভোগীদের ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে ৷ এর জন্য প্রায় ৩২০০ টাকা লাগে ৷ এর মধ্যে ১৬০০ টাকা সাবসিডি মিলবে এবং ১৬০০ টাকা OMCs অ্যাডভান্স হিসেবে দেওয়া হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন পাওয়ার জন্য মহিলাদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷ এছাড়া তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিপিএল কার্ড থাকতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার বিনামূল্যে পেয়ে যাবেন LPG গ্যাস কানেকশন, সরকার দেবে ১৬০০ টাকার সাহায্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল