প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকে সরকার ৷ প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় অগাস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
দেখে নিন কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷
১. PM Kisan এর ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে ৷
advertisement
২. এবার Farmer's Corner-এ 'Beneficiary Status'-এ ক্লিক করতে হবে ৷
৩. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে ৷
৪. এই পেজে আধার নম্বর, মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷
৫. যে নম্বর সিলেক্ট করবেন তার উপকে ক্লিক করুন ৷
৬. এরপর নম্বর এন্টার করতে হবে ৷
৭. এবার 'Get Data'-এ ক্লিক করুন ৷
৮. আপনার সামনে পুরো ডিটেল চলে আসবে ৷
৯. এই পেজে কৃষকের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর , রাজ্য, জেলা গ্রাম, অ্যাকাউন্ট নম্বর, রেজিস্ট্রেশনের তারিখ ও নম্বর দেওয়া থাকবে ৷
১০. এখানে Active ও InActive অপশন দেখতে হবে ৷
১১. এখানে Active লেখা থাকলে আপনার পিএম কিষাণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে ৷
১২. অর্থাৎ পিএম কিষাণের নবম কিস্তির টাকা চলে আসবে অ্যাকাউন্টে ৷
লিস্টে কী ভাবে চেক করবেন নিজের নাম-
PM Kisan ওয়েবসাইটে 'Farmer's Corner' এ 'Beneficiary List'-এ ক্লিক করতে হবে ৷ এবার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম ড্রাপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে ৷ এরপর 'Get Report'-এ ক্লিক করতেই সামনে চলে আসবে সুবিধাভোগীদের পুরো লিস্ট ৷ আপনার নামের প্রথম অক্ষরের হিসেবে নিজের নাম খুঁজতে পারেন ৷