ই-কেওয়াইসি আবশ্যিক: নতুন নিয়মে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। কেন্দ্র সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি আপলোড না করলে সেই কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না। ই-কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না বলেও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পটিকে কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করেছে। যে সব কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড নেই, তাঁরা সহজেই এটা করিয়ে নিতে পারেন।
advertisement
রেশন কার্ডের কপি বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি পেতে কৃষকদের অবশ্যই নাম রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন জন্য রেশন কার্ডের একটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। তবে রেশন কার্ডের হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র সফট কপির পিডিএফ আপলোড করতে হবে। এর জন্য পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে ভিজিট করে রেশন কার্ডের পিডিএফ ফাইল তৈরি করে আপলোড করলেই হবে। এটা না করলে কিস্তির টাকা আসবে না।
কিস্তির টাকা পেতে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে: কিষাণ সম্মান নিধি পেতে আধার কার্ডেরও প্রয়োজন। এটা না থাকলে কিস্তির টাকা মিলবে না। এছাড়া কেন্দ্র সরকার লক্ষ্য করেছে, অনেক কৃষকই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ডের নম্বর ভুল দেন। ফলে টাকা পেতে সমস্যা হয়। তাই কিস্তির টাকা আসার আগে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইট ভিজিট করে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরীক্ষা করে দেখে নিতে হবে।
যে কোনও সহায়তার জন্য রয়েছে পিএম হেল্পলাইন নম্বর: পিএম কিষাণ যোজনা সম্পর্কিত যে কোনও সমস্যায় ১৫৫৫২৬১, ১৮০০১১৫৫২৬, ০১১-২৩৩৮১০৯২ নম্বরে ফোন করে সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়। এগুলো টোল ফ্রি নম্বর। এছাড়া pmkisan-ict@gov.in ওয়েবসাইটেও কৃষকরা নিজেদের সমস্যার কথা জানাতে পারেন।