আর সবথেকে বড় কথা হল, মহিলা, শিশু, বৃদ্ধ-সহ সমস্ত বয়সের মানুষের কথা ভেবেই বিভিন্ন স্কিম এনেছে পোস্ট অফিস। দেখে নেওয়া যাক, পোস্ট অফিসের সেরা কিছু স্কিমের তালিকা।
advertisement
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম:সিঙ্গেল, জয়েন্ট (৩ জন প্রাপ্তবয়স্ক), মাইনর (অভিভাবকদের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট) এবং ইন্ডিপেন্ডেন্ট মাইনর অ্যাকাউন্ট (১০ বছর বয়সের অধিক) খোলা যাবে। সুদের হার বার্ষিক ৫.৮% এবং মেয়াদ ৫ বছর।
ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করেই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। মাসে মাসে টাকা দিতে হয়। আর আয়কর আইনের ৮০সি ধারার আওতায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক ছাড় পাওয়া যায়।
পোস্ট অফিস সেভিংস স্কিম অ্যাকাউন্ট:সিঙ্গেল, জয়েন্ট (২ জন প্রাপ্তবয়স্ক), মাইনর (অভিভাবকদের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট), ইন্ডিপেন্ডেন্ট মাইনর অ্যাকাউন্ট (১০ বছর বয়সের অধিক) এবং মানসিক ভাবে অসুস্থ গ্রাহকের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে।
সুদের হার বার্ষিক ৪%। ন্যূনতম ৫০০ টাকা দিয়েই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। আর আয়কর আইনের ৮০টিটিএ ধারার আওতায় প্রাপ্ত মোট আয় থেকে ১০০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা:কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য দারুণ স্কিম এটি। ১০ বছরের নিচে শিশুকন্যার নামে তার অভিভাবক এই সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা পরিবারের সর্বোচ্চ দুই কন্যা সন্তানের জন্য দু’টি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সুদের হার বার্ষিক ৭.৬%।
এটা প্রতি ত্রৈমাসিকে অর্থ মন্ত্রক নির্ধারণ করে। এর মেয়াদ ১৫ বছর। ন্যূনতম ২৫০ টাকা দিয়েই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল বার্ষিক ১.৫ লক্ষ টাকা। ১৯৬১ সালে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বার্ষিক ১.৫ লক্ষ টাকার নিচে সুদের জন্য ট্যাক্স ডিডাকশন অনুমোদিত।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম:৬০ বছর বা তার অধিক বয়সী, অবসরপ্রাপ্তরা শুধুমাত্র স্বামী অথবা স্ত্রীর সঙ্গে মিলে সিঙ্গেল কিংবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। এর মেয়াদ ৫ বছর এবং বার্ষিক সুদের হার ৭.৬%। প্রতি ত্রৈমাসিকে সুদ দেওয়া হয়। এতে ইন্টারেস্ট অটো-ক্রেডিট সুবিধাও রয়েছে। বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ১০০০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন ১৯৬১ সালে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বার্ষিক ৫০ হাজার টাকার নিচে সুদের জন্য ট্যাক্স ডিডাকশন অনুমোদিত। যদি মেয়াদপূর্তির আগে গ্রাহকের মৃত্যু হয়, তাহলে নমিনি সেই টাকা ক্লেম করতে পারেন। তবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মেয়াদপূর্তি পর্যন্ত স্বামী অথবা স্ত্রী বিনিয়োগ চালিয়ে যেতে পারেন।