TRENDING:

রেলের বেসরকারিকরণ নিয়ে কী জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ?

Last Updated:

রেলমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় এই বিষয়ে জানিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণ নিয়ে সরকারের বর্তমানে কোনও প্রস্তাব নেই ৷ রেলমন্ত্রী পীযূষ গয়াল লোকসভায় এই বিষয়ে জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই ৷ কিছু ট্রেনকে কমার্শিয়াল ও অন বোর্ড পরিষেবা আউটসোর্স করা হয়েছে ৷ যাত্রীদের আরও উন্নত পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে নির্দিষ্ট রুটে ট্রেন চালানোর জন্য আধুনিক রেক সামিল করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি ২০২০ সংসদে বাজেট পেশ করার সময় ১৫০টি ট্রেনকে পাবলিক প্রাইভেট পার্টনরশিপে (PPP) চালানোর ঘোষণা করা হয়েছিল ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন যে পর্যটকদের জন্য বেশ কিছু জায়গায় আগামী দিনে বেশি পরিমাণে তেজস এক্সপ্রেস ট্রেন চালানো হবে ৷

ট্রেন পরিচালনার সমস্ত দায়িত্ব রেসের কাছেই থাকবে ৷ তবে সাফ-সাফাই, পার্কিং-সহ বিভিন্ন পরিষেবার জন্য আউটসোর্স দরকার অনুযায়ী করা হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পীযূষ গয়াল শীতকালীন অধিবেশনে একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন, আগামী ১২ বছরে আনুমানিক ৫০ লক্ষ কোটি টাকা সরকারের পক্ষে একা জোগার করা সম্ভব নয় ৷ এর জন্য এরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তিনি আরও জানান, ‘আমাদের উদ্দেশ্য যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়া নাকি রেলের বেসরকারিকরণ ৷ ভারতীয় রেল দেশবাসীর সম্পত্তি এবং আগামী দিনেও তাই থাকবে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেলের বেসরকারিকরণ নিয়ে কী জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল