বর্তমানে এমনই একটি জনপ্রিয় স্টক হল ফেভিকলের (Fevicol) মতো জনপ্রিয় আঠা তৈরি করার কম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রির (Pidilite Industries)। এই ইন্ডাস্ট্রির শেয়ার বিনিয়োগকারীদের ভাল টাকা রিটার্ন দিচ্ছে। এই শেয়ারে ২৩ বছর আগে যে সকল বিনিয়োগকারী বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন মোটা টাকা মুনাফা অর্জন করছেন। বর্তমানে এটি একটি মাল্টিব্যাগার শেয়ারে (Multibagger Stocks) পরিণত হয়েছে।
advertisement
আরও পড়ুন: লোন অ্যাপের ফাঁদে পা দিলেই বিপদ! মুশকিলে পড়লে উপায় কী? জানাচ্ছেন বিশেষজ্ঞরা!
পিডিলাইট ইন্ডাস্ট্রিজের শেয়ার সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১২,৮৩৯ টাকায় বন্ধ হয়েছে। ১৯৯৯ সালের ১ জানুয়ারি যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার নিজেদের ব্যবসা শুরু করেছিল, তখন এর দাম মাত্র ৬.২৬ টাকা ছিল। অর্থাৎ এই শেয়ার ২৩ বছরে তাদের বিনিয়োগকারীদের প্রায় ৪৫,২৫১.৪৪ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
এক মাসে ৭ শতাংশেরও বেশি বেড়েছে -
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী পিডিলাইট ইন্ডাস্ট্রিজ শেয়ারের দাম বিগত এক মাসে ৭.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এখনও পর্যন্ত এই শেয়ার তাদের বিনিয়োগকারীদের প্রায় ১৪.৬৭ শতাংশ রিটার্ন দিয়েছে। ১ বছরে এই শেয়ারে প্রায় ২১.২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। একই ভাবে বিগত ৫ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের টাকা ২.৫ গুন অর্থাৎ ২৩৬.৫১ শতাংশ বাড়িয়ে দিয়েছে। ১০ বছরে এই শেয়ারের দাম ১,২৮০ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: বাড়ল সোনার দাম! গয়না কিনতে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন লেটেস্ট রেট
১ লাখ টাকা হয়েছে ৪.৫৩ কোটি টাকা -
লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে পিডিলাইটের শেয়ার বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে। যে সকল বিনিয়োগকারী ২৩ বছর আগে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, সেই সকল বিনিয়োগকারী এখন কোটিপতি। ২৩ বছরে এই শেয়ারে বিনিয়োগ করা ১ লাখ টাকা এখন বেড়ে ৪.৫৩ কোটি টাকা হয়েছে। কোনও বিনিয়োগকারী যদি ১৯৯৯ সালের ১ জানুয়ারি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ শেয়ারে মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন বেড়ে ১.১৩ কোটি টাকা হয়ে গিয়েছে।
পিডিলাইট হল লার্জ ক্যাপ কোম্পানি -
পিডিলাইট ইন্ডাস্ট্রিজ একটি লার্জ ক্যাপ কম্পানি। বাজারে এর প্রায় ১.৪৪ লাখ কোটি টাকা রয়েছে। এটি নিফটি নেক্সট ৫০ ইন্ডেক্সে সামিল এবং বর্তমানে ১০৭.৬৫ পিএ-তে ব্যবসা করছে। পিডিলাইট ইন্ডাস্ট্রিজের কাছে ফেভিকল ছাড়াও ফেবিকুইক (Fevikwik), ডক্টর ফিক্সইট (Dr. Fixit), রানিপাল (Ranipal) এবং এমসিলের (M-Seal) মতো জনপ্রিয় ব্যান্ডও রয়েছে।