TRENDING:

Fake News: করোনা সঙ্কটে প্রত্যেক নাগরিককে ২০০০ টাকা দিচ্ছে মোদি সরকার? জেনে নিন সত্যিটা...

Last Updated:

মেসেজে বলা হয়েছে এই টাকাটা ক্লেম করার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা সঙ্কটের জেরে প্রত্যেক নাগরিককে ২০০০ টাকা দিচ্ছে মোদি সরকার ৷ জনপ্রয়ি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি এমনই একটি মেসেজ ঘুরছে ৷ মেসেজে একটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছে ৷ মেসেজে বলা হয়েছে এই টাকাটা ক্লেম করার জন্য লিঙ্কটিতে ক্লিক করতে হবে ৷ কিন্তু লিঙ্কে ক্লিক করার আগে এটা জেনে নেওয়া সকলের জন্য অত্যন্ত জরুরি যে সরকার কি সত্যি ২০০০ টাকা দিচ্ছে প্রত্যেক নাগরিকদের ?
advertisement

মেসেজে লেখা রয়েছে, ‘প্রত্যেক নাগরিককে ২০০০ টাকা সাহায্য দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফে একটি ফান্ড বরাদ্দ করা হয়েছে ৷ নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি আপনার টাকা ক্লেম করতে পারবেন ৷ লিঙ্ক ক্লিক করতেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন ৷ আপনি কেবল একবারই এই টাকা ক্লেম করতে পারবেন এবং এটা লিমিটেড ৷’ মেসেজটি ভাইরাল হয়ে যাওয়াতে সরকারি ফ্যাক্ট চেকিং এজেন্সি PIB-র তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে মেসেজটি ফেক ৷ এর কোনও সত্যতা নেই ৷

advertisement

ট্যুইটে আরও জানানো হয়েছে, লিঙ্কে ক্লিক করতে অন্য একটি ওয়েবসাইট খুলে যাবে ৷ সরকারি যে কোনও ওয়েবসাইটে nic বা .gov লেখা থাকে ৷ কিন্তু দেওয়া লিঙ্কে এর মধ্যে কোনওটা নেই ৷ লিঙ্কে ক্লিক করতে 'Left 1936 FREE Lockdown Relief Package' লেখা আসছে ৷ এখানে আপনাকে ৩টি প্রশ্ন করা হচ্ছে ৷ আপনি ভারতের নাগরিক কিনা ? আপনি লকডাউনে কত টাকা খরচ করেছেন ? আর এই ২০০০ টাকা আপনি কোন কাজের জন্য ব্যবহার করবেন ? উত্তর দিতেই জানানো হচ্ছে যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য ৷ এই মেসেজ ৭টি গ্রুপে ফরওয়ার্ড করতে হবে ৷ পরে আপনার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল নেওয়া হবে ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

PIB Fact Check এর তরফে জানানো হয়েছে মেসেজটি ফেক এবং কেন্দ্র সরকারের তরফে এরকম কোনও ফান্ড বরাদ্দ করা হয়নি ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fake News: করোনা সঙ্কটে প্রত্যেক নাগরিককে ২০০০ টাকা দিচ্ছে মোদি সরকার? জেনে নিন সত্যিটা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল