আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷
এর জেরে দিল্লিতে বুধবার মধ্যরাত থেকে একলিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৬৩ টাকা ৪৭ পয়সা ৷ এর আগে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৬০ টাকা ০৯ পয়সা ৷ একই ভাবে ডিজেলের দাম ৫০ টাকা ২৭ পয়সা প্রতি লিটার থেকে বেড়ে হয়েছে ৫২ টাকা ৯৪ পয়সা ৷
advertisement
গত দু’মাসে চারবার দাম কমেছিল পেট্রোল ডিজেলের ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ। এরই পরিপ্রেক্ষিতে দেশেও পেট্রোল-জিজেলের দাম বাড়ানো হল। এক ধাপে অনেকটাই দাম বাড়ানো হয়েছে দুই জ্বালানির ৷