তবে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷ যদিও কিছু শহরে সামান্য পরিবর্তন হয়েছে জ্বালানি তেলের দামে৷
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
advertisement
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: স্বস্তির লক্ষণ নেই, বাড়ল সোনা-রুপো দুইয়ের দাম, কত যাচ্ছে আজকের বাজারদর?
দেশের অন্যান্য কিছু শহরে আজ পেট্রোল ডিজেলের দাম
নয়ডা-পেট্রোল ৯৬.৭৯ টাকা ডিজেল ৮৯.৯৬ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
জয়পুর- পেট্রোল ১০৮.০৮ টাকা ডিজেল ৯৩.৩৬ টাকা
পাটনা-পেট্রোল ১০৮.১২ টাকা ডিজেল ৯৪.৮৬ টাকা
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য বিশাল উপহার কেন্দ্রের! প্রতি মাসে পেয়ে যাবেন ২০ হাজার টাকা
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম আলাদা আলাদা কেন হয়?
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷