বিশ্বের বাজারে তেলের দামে এই ওঠানামার প্রভাব অবশ্য সেভাবে দেখা যাচ্ছে না দেশের বাজারে৷ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷
আরও পড়ুন: শেয়ার বাজার টাকা ঢালেন? এই মানেগুলি না জানলে কিন্তু জীবনে নেমে আসবে দুর্দিন
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
advertisement
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
দেশের অন্যান্য কিছু শহরে আজ পেট্রোল ডিজেলের দাম
নয়ডা-পেট্রোল ৯৬.৭৯ টাকা ডিজেল ৮৯.৯৬ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
জয়পুর- পেট্রোল ১০৮.০৮ টাকা ডিজেল ৯৩.৩৬ টাকা
পাটনা-পেট্রোল ১০৮.১২ টাকা ডিজেল ৯৪.৮৬ টাকা
আরও পড়ুন: সোনায় মোড়া ক্যাডবেরির দাম লক্ষাধিক! চকোলেট ডে-তে জানুন বিশ্বের দুর্মূল্য কিছু চকোলেটের গল্প!
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম আলাদা আলাদা কেন হয়?
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷