মে মাসের পর পেট্রোল ও ডিজেলের দাম হু হু করে বেড়ে চলেছে ৷ ৪২ দিনে পেট্রোলের দাম প্রায় ১১.৫২ টাকা বেড়েছে ৷ দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম--
দিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা
মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা
চেন্নাই- পেট্রোল ১০১.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা
advertisement
কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা
ভোপাল- পেট্রোল ১১০.২০ টাকা, ডিজেল ৯৮.৬৭ টাকা
রাঁচি- পেট্রোল ৯৬.৬৮ টাকা, ডিজেল ৯৪.৮৪ টাকা
বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬ টাকা
পটনা- পেট্রোল ১০৪.২৫ টাকা, ডিজেল ৯৫.৫৭ টাকা
চন্ডীগড়- পেট্রোল ৯৭.৯৩ টাকা, ডিজেল ৮৯.৫০ টাকা
লখনউ- পেট্রোল ৯৮.৯২ টাকা, ডিজেল ৯০.২৬ টাকা
দেশের প্রায় ১৯টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই লিস্টে সামিল রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ ৷ তবে অনুমান করা হচ্ছে শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে ৷ সম্প্রতি ওপেক দেশগুলির বৈঠকে অপরিশোধিত তেল উৎপাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷