TRENDING:

Petrol-Diesel Price: অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! কলকাতার পাশাপাশি দেশের কোন শহরে কত হল দাম? দেখে নিন

Last Updated:

একনজরে দেখে নেওয়া যাক, ভারতের কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কীরকম?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশজুড়ে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ বেশ কিছু শহরে কিছুদিন আগেই ১০০-র গণ্ডী টপকেছিল পেট্রোল ৷ সেই দাম কমার কোনও লক্ষণই নেই ৷ উল্টে ডিজেলের দামও এবার ৯০ পেরলো ৷
advertisement

মুম্বই-সহ দেশের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। কলকাতাতেও ক্রমশ ১০০ ছোঁয়ার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম। একনজরে দেখে নেওয়া যাক, ভারতের কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কীরকম?

কোন শহরে আজ (১৪.৬.২০২১) কত দাম পেট্রোল-ডিজেলের, দেখে নিন

১. পটনায় পেট্রোল আজ ৯৮.৪৯ টাকা এবং ডিজেল ৯২.৫৯ টাকা প্রতি লিটার ৷

advertisement

২. রাঁচিতে ডিজেল ৯২.১৩ টাকা এবং পেট্রোল ৯২.৫১ টাকা প্রতি লিটার ৷

৩. লখনউতে পেট্রোল ৯৩.৬৩ টাকা এবং ডিজেল ৮৭.৬৮ টাকা প্রতি লিটার ৷

৪. বেঙ্গালুরুতে পেট্রোল ৯৯.৬৩ টাকা এবং ডিজেল ৯২.৫২ টাকা প্রতি লিটার ৷

৫. কলকাতায় পেট্রোল ৯৬.৩৪ টাকা এবং ডিজেল ৯০.১২ টাকা প্রতি লিটার ৷

advertisement

৬. জয়পুরে পেট্রোল ১০৩.০৩ টাকা এবং ডিজেল ৯৬.২৪ টাকা প্রতি লিটার ৷

৭. চেন্নাইতে পেট্রোল ৯৭.৬৯ টাকা এবং ডিজেল ৯১.৯২ টাকা প্রতি লিটার ৷

৮. দিল্লিতে পেট্রোল ৯৬.৪১ টাকা এবং ডিজেল ৮৭.২৮ টাকা প্রতি লিটার ৷

৯. মুম্বইতে পেট্রোল ১০২.৫৮ টাকা এবং ডিজেল ৯৪.৭০ টাকা প্রতি লিটার ৷ 

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ, সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৮ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়েছে। ফলে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯০ টাকা ১২ পয়সা। ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে শেষ তিনদিন সেঞ্চুরির ঘরে ব্যাট করেছে পেট্রোল। পাল্লা দিয়ে শতরানের দোড়গোড়ায় ডিজেলও। তিন-চার দিন কেটে গেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price: অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল! কলকাতার পাশাপাশি দেশের কোন শহরে কত হল দাম? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল