TRENDING:

Petrol-Diesel Price: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?

Last Updated:

শীঘ্রই তেলের দাম প্রতি লিটারে ১ টাকা পর্যন্ত কমানো হতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইউরোপে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় পেট্রোল ও ডিজেলের দাম ফের কমানো হতে পারে ৷ করোনার জেরে গত বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছিল ৷ ফের করোনার প্রকোপ বাড়তে থাকায় দাম কমতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement

শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড (Brent crude) ৬.৯৫ শতাংশ কমে ৭৮.৮৯ ডলার প্রতি ব্যারেল হয়ে যায়, যা গত ১০ দিন আগে ৮৪.৭৮ ডলার প্রতি ব্যারেল ছিল ৷ অনুমান করা হচ্ছে, শীঘ্রই তেলের দাম প্রতি লিটারে ১ টাকা পর্যন্ত কমানো হতে পারে ৷

আরও পড়ুন: শীঘ্রই UAN এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিন Aadhaar, না হলে হতে পারে বড় লোকসান

advertisement

৪ নভেম্বরের পর থেকে দেশের বাজারে জ্বালানির দাম এখনও পর্যন্ত স্থির রয়েছে ৷ দীপাবলির আগে কেন্দ্র সরকার পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি ও ডিজেলে ১০ টাকা কমানোর ঘোষণা করেছিল ৷ এরপর প্রায় ১৮ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দিল্লিতে বর্তমানে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷

advertisement

আরও পড়ুন: অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, ঠিক করে নিন এই ভুলগুলো, না হলে আটকে যাবে টাকা

বিশেষজ্ঞদের মতে সরকারি তেল সংস্থাগুলির আন্তর্জাতিক বাজারে হওয়া অপরিশোধিত তেলের দাম হওয়া পতনের লাভ উপভোক্তাদের দেওয়া উচিৎ কারণ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন জারি করা হয় ৷

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 23 November 2021)

advertisement

  • দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা

যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)

advertisement

  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
  • চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
  • আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
  • পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
  • গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
  • দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
  • দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷

আরও পড়ুন: অনলাইনে গাঁজা ডেলিভারির অভিযোগ, অ্যামাজন ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মামলা পুলিশের !

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল