আরও পড়ুন: ৩০ মিনিট বন্ধ রইল পেট্রোল-ডিজেল বিক্রি! আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ দেখুন ছবিতে...
প্রতিদিন সকাল ৬টায় দাম বদলানো হয় পেট্রোলের
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ সকাল ৬টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
আরও পড়ুন: বড় খবর! বদলে গেল ফেসবুকের নাম! সংস্থার নতুন নাম ঘোষণা জুকারবার্গের
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 29 October 2021)
- দিল্লি- পেট্রোল ১০৮.৬৪ টাকা, ডিজেল ৯৭.৩৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৪.৪৭ টাকা, ডিজেল ১০৫.৪৯ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৫.৪৩ টাকা, ডিজেল ১০১.৫৯ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৯.১২ টাকা, ডিজেল ১০০.৪৯ টাকা
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
আরও পড়ুন: বদলে গেল ফেসবুকের জনপ্রিয় লোগো, গ্লোবাল হেডকোয়ার্টারে নতুনের আত্মপ্রকাশ, দেখুন...