আরও পড়ুন: মাত্র ৫টি স্টেপে করিয়ে নিন e-KYC, না হলে মিলবে না যোজনার টাকা
অল্প অল্প করে এই সপ্তাহের পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৩.৭০ টাকা বাড়ানো হয়েছে ৷ ৫ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে প্রায় ১৩৭ দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ কিন্তু ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিতে তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ অশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া হওয়া সত্ত্বেও দেশের বাজারে জ্বালানির দাম না বাড়ানোয় বিপুল লোকসানের মুখে পড়তে হয়েছে তেল সংস্থাগুলিকে ৷ লোকসানের বোঝা কমাতে এবার দেশের বাজারেও প্রায় প্রতিদিন বাড়ানো হচ্ছে জ্বালানির দাম ৷
advertisement
আরও পড়ুন: চারদিনে ৩.২০ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আর কত দাম বাড়বে ?
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
- দিল্লি- পেট্রোল ৯৯.১১ টাকা, ডিজেল ৯০.৪২ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৩.৩৫ টাকা, ডিজেল ৯৭.৫৫ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৪.৪৩ টাকা, ডিজেল ৯৪.৪৭ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৮.০১ টাকা, ডিজেল ৯৩.০১ টাকা
প্রতিদিন সকাল ৬ টায় জারি করা হয় নয়া রেট
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: আপনার Pan Card নকল নয় তো ? যাচাই করে নিন এই ভাবে...
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷