আরও পড়ুন: 'মমতাকে স্নেহ করে গান্ধী পরিবার', কেন ক্ষোভ আর অভিমানে ফেটে পড়লেন অধীর চৌধুরী!
পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today)বাড়তে থাকা দামের জেরে দেশের বেশ কিছু শহরে বর্তমানে পেট্রোলের দাম প্রায় ১২০ টাকা প্রতি লিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ চলতি মাসে প্রায় ২০ বারের বেশি জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 27 October 2021)
- দিল্লি- পেট্রোল ১০৭.৯৪ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১১৩.৮০ টাকা, ডিজেল ১০৪.৭৫ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০৪.৮৩ টাকা, ডিজেল ১০০.৯২ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৮.৪৫ টাকা, ডিজেল ৯৯.৭৮ টাকা
৫ টাকার বেশি দাম বেড়েছে পেট্রোলের
চলতি মাসে প্রায় ২০ বারের বেশি দাম বেড়েছে জ্বালানির ৷ কেবল অক্টোবর মাসে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫.১৫ টাকা বেড়েছে ৷ ডিজেলের দামও ৫ টাকা বেড়েছে ৷ অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারেও দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের ৷
আরও পড়ুন: মিসড কলেই কেল্লাফতে! ৭ বছর আগে বিজেপির প্রয়োগ করা ওষুধে ভরসা কংগ্রেসের
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today)
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
আরও পড়ুন: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী