TRENDING:

Pension At Doorstep: পেনশনের টাকা এবার হাতে আসবে ঘরে বসেই! কী ভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!

Last Updated:

Pension At Doorstep: লাইন দিয়ে পেনশন সংক্রান্ত কাজ করতে হবে না আর। থেকে ঘরে বসেই করা যাবে পেনশনের আবেদন এবং পাওয়া যাবে পেনশন সংক্রান্ত তথ্যও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরাখণ্ড: পেনশন বা ভর্তুকি ভাতার টাকা তুলতে এসে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। বয়স্ক, অশক্ত বা বিশেষ ভাবে সক্ষম মানুষের জন্য এ খুবই বিড়ম্বনার বিষয়।
অনলাইনেই মিলবে পেনশন!
অনলাইনেই মিলবে পেনশন!
advertisement

এবার সেই কষ্ট থেকে তাঁদের মুক্তি দিতেই অনলাইন পরিষেবা চালু করতে চলেছে উত্তরাখণ্ডের সমাজ কল্যাণ দফতর।

জানা গিয়েছে, উত্তরাখণ্ড সমাজ কল্যাণ দফতর বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই পরিকল্পনা করেছে। লাইন দিয়ে পেনশন সংক্রান্ত কাজ করতে হবে না আর। থেকে ঘরে বসেই করা যাবে পেনশনের আবেদন এবং পাওয়া যাবে পেনশন সংক্রান্ত তথ্যও।

advertisement

আরও পড়ুন: উইন্ডো এসি কিনবেন, না স্প্লিট এসি...? বিদ্যুৎ খরচ কম কোনটিতে? ঘর বেশি ঠান্ডা করবে কোনটি? জেনে নিন যাবতীয়

জেলা সমাজকল্যাণ আধিকারিক গোবর্ধন সিংহ জানান, চলতি এপ্রিল মাস থেকেই এই পরিকল্পনা চালু হয়ে গিয়েছে। আবেদনকারীরা নিজের মোবাইল থেকে ঘরে বসে আবেদন করতে পারবেন। যাঁরা মোবাইল ব্যবহার করতে পারেন না বা লেখাপড়া জানেন না তাঁরা নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন।

advertisement

কী ভাবে করা যাবে আবেদন—

১. পেনশন বা ভর্তুকি প্রকল্পের টাকা জন্য অনলাইনে আবেদন করতে সোশ্যাল সিকিউরিটি স্টেট পোর্টাল বা ssp.uk.gov.in-এ যেতে হবে।

২. Apply New Online-এ ক্লিক করে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর নিজের প্রকল্পটি বেছে নিতে হবে।

৩. পূরণ হয়ে গেলে তা সেভ করে রাখতে হবে।

advertisement

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার খেল...! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি-ঝড় কাঁপাবে! তাপপ্রবাহ সতর্কতা ৭ রাজ্যে! আগামী ৪ দিন কী হতে চলেছে বাংলার আবহাওয়া?

৪. এরপর একটি পেজ খুলবে। এখানে আবেদনকারী তাঁর রেজিস্ট্রেশন নম্বর, লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এগুলি মনে রাখা দরকার।

আবেদনকারী লগ-ইন করে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করার পরেই আবেদন পত্রটি সম্পূর্ণ বলে বিবেচিত হবে। লগ-ইন আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় নথি সামাজিক সুরক্ষা পোর্টালে আপলোড করতে হবে।

advertisement

আরও পড়ুন: সিলিং ফ্যানে কাজ হচ্ছে না...! অফিসে AC চাই! যা করে বসলেন 'এই' অফিসের কর্মীরা

নথি আপলোডের পদ্ধতি—

১. Upload Documents-এ ক্লিক করতে হবে।

২. নথির ধরন নির্বাচন করতে হবে।

৩. Choose File -এ ক্লিক করতে হবে।

৪. এরপর Upload করে দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবেদনকারী সমস্ত নথি আপলোড করার পরে আবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। সেখানেই আবেদন গৃহীত অথবা প্রত্যাখ্যাত হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pension At Doorstep: পেনশনের টাকা এবার হাতে আসবে ঘরে বসেই! কী ভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল