TRENDING:

Alert For Bank Customers: অ্যালার্ট! আগামিকাল থেকে বাতিল হয়ে যেতে চলেছে এই ব্যাঙ্কগুলির চেকবুক

Last Updated:

(Alert For Bank Customers) নতুন চেক বুকের জন্য কীভাবে করবেন আবেদন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক গ্রাহকদের (Bank customers) জন্য জরুরি ঘোষণা ৷ আগামিকাল অর্থাৎ ১ অক্টোবর থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) পুরনো চেক বুক (cheque books)  বাতিল হয়ে যেতে চলেছে ৷ এবার থেকে এই পুরনো চেকের মাধ্যমে আর কোনও পেমেন্ট করা যাবে না ৷ ১ অক্টোবর ২০২১ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক (Oriental bank), এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) পুরনো চেকবুক বাতিল হয়ে যেতে চলেছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক (Oriental bank) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরন ১ এপ্রিল ২০২০ থেকে হয়ে গিয়েছে ৷ এর জেরে এবার থেকে আর পুরনো চেকবুক চলবে না ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-and-diesel-price-hiked-again-on-30th-september-thursday-dc-667258.html

১ অক্টোবর থেকে বাতিল হতে চলেছে পুরনো চেকবুক

পিএনবি-র তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে ই-ওবিসি ও ই-ইউএনআই-এর পুরনো চেক বুক (cheque books) কাজ করবে না ৷ যে গ্রাহকদের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো চেকবুক রয়েছে শীঘ্রই যেন নতুন চেকবুকের সঙ্গে রিপ্লেস করে নেয় ৷ না হলে পুরনো চেকবুকের মাধ্যমে ১ অক্টোবর থেকে কোনও পেমেন্ট করতে পারবে না ৷ নতুন চেকবুক পিএনবি-র আপডেটেড আইএফএসসি কোড ও এনআইসিআর-এর সঙ্গে আসবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-15-lac-rupees-profit-dc-666608.html

নতুন চেক বুকের জন্য কীভাবে করবেন আবেদন?

নতুন চেকবুকের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের ব্রাঞ্চে যেতে হবে ৷ এছাড়া ব্যাঙ্কের গ্রাহকরা অনলাইনেও আবেদন করতে পারবেন চেকের জন্য ৷ ইন্টারনেট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও চেকবুকের (cheque books) জন্য আবেদন করা যেতে পারে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/new-rules-related-to-debit-and-credit-card-to-be-effective-from-1st-october-dc-666542.html

এই নম্বরেও কল করে চেকবুকের জন্য আবেদন করতে পারবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

চেকের  (cheque books) মাধ্যমে ট্রানজাকশন যাতে আটকে না যায় তার জন্য নতুন চেকবুক নিতে হবে গ্রাহকদের ৷ এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে 18001802222 টোলফ্রি নম্বরে কল করতে পারবেন গ্রাহকরা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert For Bank Customers: অ্যালার্ট! আগামিকাল থেকে বাতিল হয়ে যেতে চলেছে এই ব্যাঙ্কগুলির চেকবুক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল