তাসত্ত্বেও পেশায় ইঞ্জিনিয়ার বিজয়শেখর শর্মার কৃতিত্বকে খাটো করা যায় না। তিনি ২০০৪ সালে একটি ছোট সংস্থা স্থাপন করে মোবাইল কনটেন্ট সেল করতেন। তিনি জানিয়েছেন, যে সেই সময় তাঁর বিয়ের জন্য কোনও পাত্রীর বাড়ি থেকে লোক এলে, তাঁর উপার্জন জেনেই তাঁরা সঙ্গে সঙ্গে না করে দিত। বিজয়শেখর শর্মা জানিয়েছেন, "পাত্রীর বাড়ির লোকেরা যখন জেনে যেতেন আমি প্রতি মাসে ১০,০০০ টাকা আয় করি, তখন তাঁরা সম্বন্ধ প্রত্যাখ্যান করতে কোনও সময় নিতেন না। আমি আমার বাড়ির কাছে হয়ে উঠেছিলাম এক অযোগ্য আইবুড়ো সন্তান।" সেখান থেকে তার জীবনের এই সাফল্য নিঃসন্দেহে স্থাপন করেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
advertisement
১৮৩০০ কোটির কোম্পানি
বর্তমানে ৪৩ বছর বয়সি বিজয়শেখর শর্মার সংস্থা Paytm পৌঁছে গিয়েছে উন্নতির শিখরে। আগের সপ্তাহেই Paytm ইনিসিয়াল পাবলিক অফারিং (Initial Public Offering) বা IPO-এর মাধ্যমে ১৮৩০০ কোটি ডলার জোগাড় করতে সফল হয়েছে। ফিনান্স টেক কোম্পানি Paytm এখন ভারতের একটি জনপ্রিয় কোম্পানিতে পরিণত হয়েছে। নতুন উদ্যোগপতিদের জন্য এটি একটি বিশাল প্রেরণা।
বিজয় শেখর শর্মার সাফল্যের কাহিনি
বিজয়শেখর শর্মা জন্মগ্রহণ করেছিলেন উত্তর প্রদেশের আলিগড় জেলায়। ১৯৯৭ সালে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার সঙ্গে সঙ্গে indiasite.net নামের একটি ওয়েবসাইট তৈরি করেন। এর পরে তিনি ২০০০ সালে one97 communication ltd-এর স্থাপনা করেন। যেখানে ক্রিকেট ম্যাচের স্কোর, জোকস, রিংটোন এবং পরীক্ষার রেজাল্ট ইত্যাদির খবর দেখানো হত। এই one97 communication ltd কোম্পানিই Paytm-এর পেরেন্ট কোম্পানি। একজন স্কুল অধ্যাপক এবং গৃহিণী মায়ের সন্তান বিজয়শেখর শর্মা উত্তর প্রদেশের একটি ছোট শহরে জন্মগ্রহণ করলেও তাঁর সাফল্য সৃষ্টি করেছে এক নতুন উজ্জ্বল দৃষ্টান্ত। ২০১৭ সালে বিজয়শেখর শর্মা ভারতের সব থেকে কম বয়সি উদ্যোগপতি হিসেবে সম্মান লাভ করেন।