TRENDING:

PAN-Aadhaar linking: ২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক জরুরি; না হলে কী হবে জানুন

Last Updated:

PAN-Aadhaar linking is crucial by March 31: আয়কর নিয়ম ১৯৬১-এর ধারা ২৭২এন অনুযায়ী সেই সকল ব্যক্তির ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যাদের কাছে প্যান (PAN) কার্ড রয়েছে তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ খবর। কারণ নিজেদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে নিজেদের আধার (Aadhaar) কার্ড। ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে করাতে হবে এই লিঙ্ক। এর মধ্যে এই লিঙ্ক না করালে প্রায় ১০০০ টাকার জরিমানা হতে পারে।
২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক জরুরি; না হলে দিতে হবে জরিমানা!
২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক জরুরি; না হলে দিতে হবে জরিমানা!
advertisement

এই ধরনের প্যান কার্ড ধারকদের দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা

যারা প্যান কার্ড তৈরি করে দেওয়ার জন্য অন্যদের থেকে টাকা নেয় এবং প্যান কার্ড তৈরি করে দেয় তাদের হবে ১০,০০০ টাকা জরিমানা। এখন থেকে আর এভাবে তৈরি করা যাবে না প্যান কার্ড। আয়কর নিয়ম ১৯৬১-এর ধারা ২৭২এন অনুযায়ী সেই সকল ব্যক্তির ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে।

advertisement

আরও পড়ুন-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি আসামীর সঙ্গে বিচারকের রোম্যান্স, ভাইরাল হল ভিডিও!

অনলাইনে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার উপায়

স্টেপ ১ - সবার প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে।

স্টেপ ২ - এর পর আধার কার্ডের নাম, আধার কার্ডের নম্বর ও প্যান নম্বর এন্টার করতে হবে।

advertisement

স্টেপ ৩ - আধার কার্ডে শুধু জন্মের সাল দেওয়া থাকলে, জন্মের তারিখ এন্টার করতে হবে।

স্টেপ ৪ - এর পর সেখানে আসা ক্যাপচা কোড এন্টার করতে হবে।

স্টেপ ৫ - এর পর লিঙ্ক আধার (Link Aadhaar) বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৬ - এর পরেই নিজেদের প্যান আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

advertisement

এসএমএসের (SMS) মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার উপায়

স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনের মেসেজ অপশনে ইউআইডিপিএএন (UIDPAN) টাইপ করতে হবে।

স্টেপ ২ - এর পর নিজেদের ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।

স্টেপ ৩ - এর পর নিজেদের ১০ সংখ্যার প্যান নম্বর লিখতে হবে।

স্টেপ ৪ - এর পর সেই মেসেজ ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে সেন্ড করে দিতে হবে।

advertisement

আরও পড়ুন-অবিশ্বাস্য! বয়ফ্রেন্ডের উপর নজর রাখতে গোয়েন্দাগিরির সব সীমা ছাড়িয়ে গেলেন যুবতী!

নিষ্ক্রিয় প্যান চালু করার উপায়

নির্দিষ্ট কয়েকটি উপায়ে নিষ্ক্রিয় প্যান কার্ড চালু করা যেতে পারে।

স্টেপ ১ - প্রথমেই নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মেসেজ করতে হবে।

স্টেপ ২ - মেসেজ অপশনে নিজেদের ১০ সংখ্যার প্যান নম্বর লিখতে হবে।

স্টেপ ৩ - এর পর একটি স্পেস দিয়ে নিজেদের ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

স্টেপ ৪ - এর পর সেই মেসেজ নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৮ এবং ৫৬১৬১ নম্বরে সেন্ড করতে হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN-Aadhaar linking: ২০২২-এর ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক জরুরি; না হলে কী হবে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল