এই ধরনের প্যান কার্ড ধারকদের দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা
যারা প্যান কার্ড তৈরি করে দেওয়ার জন্য অন্যদের থেকে টাকা নেয় এবং প্যান কার্ড তৈরি করে দেয় তাদের হবে ১০,০০০ টাকা জরিমানা। এখন থেকে আর এভাবে তৈরি করা যাবে না প্যান কার্ড। আয়কর নিয়ম ১৯৬১-এর ধারা ২৭২এন অনুযায়ী সেই সকল ব্যক্তির ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে।
advertisement
আরও পড়ুন-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি আসামীর সঙ্গে বিচারকের রোম্যান্স, ভাইরাল হল ভিডিও!
অনলাইনে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার উপায়
স্টেপ ১ - সবার প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ ২ - এর পর আধার কার্ডের নাম, আধার কার্ডের নম্বর ও প্যান নম্বর এন্টার করতে হবে।
স্টেপ ৩ - আধার কার্ডে শুধু জন্মের সাল দেওয়া থাকলে, জন্মের তারিখ এন্টার করতে হবে।
স্টেপ ৪ - এর পর সেখানে আসা ক্যাপচা কোড এন্টার করতে হবে।
স্টেপ ৫ - এর পর লিঙ্ক আধার (Link Aadhaar) বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬ - এর পরেই নিজেদের প্যান আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।
এসএমএসের (SMS) মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার উপায়
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনের মেসেজ অপশনে ইউআইডিপিএএন (UIDPAN) টাইপ করতে হবে।
স্টেপ ২ - এর পর নিজেদের ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
স্টেপ ৩ - এর পর নিজেদের ১০ সংখ্যার প্যান নম্বর লিখতে হবে।
স্টেপ ৪ - এর পর সেই মেসেজ ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে সেন্ড করে দিতে হবে।
আরও পড়ুন-অবিশ্বাস্য! বয়ফ্রেন্ডের উপর নজর রাখতে গোয়েন্দাগিরির সব সীমা ছাড়িয়ে গেলেন যুবতী!
নিষ্ক্রিয় প্যান চালু করার উপায়
নির্দিষ্ট কয়েকটি উপায়ে নিষ্ক্রিয় প্যান কার্ড চালু করা যেতে পারে।
স্টেপ ১ - প্রথমেই নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মেসেজ করতে হবে।
স্টেপ ২ - মেসেজ অপশনে নিজেদের ১০ সংখ্যার প্যান নম্বর লিখতে হবে।
স্টেপ ৩ - এর পর একটি স্পেস দিয়ে নিজেদের ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
স্টেপ ৪ - এর পর সেই মেসেজ নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৮ এবং ৫৬১৬১ নম্বরে সেন্ড করতে হবে।