TRENDING:

PAN-Aadhaar Linking: কাউন্টডাউন শুরু, আর মাত্র ক'দিন বাকি! প্যান-আধার লিঙ্ক না হলে মহাবিপদে পড়বেন

Last Updated:

PAN-Aadhaar Linking: প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল ৩১ মার্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: আপনি যদি এখনও আপনার প্যান কার্ডকে আধার (PAN-Aadhaar Linking) এর সঙ্গে লিঙ্ক না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন। প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল ৩১ মার্চ (PAN-Aadhaar Link Last Date)। যদি কেউ দুটি কার্ড এখনও লিঙ্ক না করে থাকেন, তবে তাঁর প্যান কার্ডটি অবৈধ ঘোষণা করা হবে।
প্যান-আধার লিঙ্ক
প্যান-আধার লিঙ্ক
advertisement

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) থেকে তথ্য দেওয়া হয়েছে যে প্যান কার্ডধারীরা যদি ৩১ শে মার্চের মধ্যে সরকারের দেওয়া নির্দেশ না মানে, তবে তাদের ব্যবসা এবং ট্যাক্স সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ করে দেবে। সম্প্রতি, CBDT-এর চেয়ারপার্সন নীতিন গুপ্তা বলেছেন, মোট ৬১ কোটি PAN গ্রাহকদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৪৮ কোটি আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক করিয়েছেন। তবে এখনও মার্চ মাসের সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে কয়েক কোটি PAN কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর যদি সময়ের মধ্যে লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

advertisement

কীভাবে লিঙ্ক করতে হবে

এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা দিতে হচ্ছে।

প্যানের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এর ফর্ম্যাট হল UIDPAN<১২ ডিজিটের আধার কার্ড><১০ ডিজিটের PAN কার্ড নম্বর>। এটি লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার আধার নম্বর হয় 123456789101 এবং প্যান কার্ড নম্বরটি হয় XYZCB0007T, তাহলে আপনাকে টাইপ করতে হবে: UIDPAN 123456789101XYZCB0007T

advertisement

আরও পড়ুন, মার্চের মধ্যেই লিঙ্ক করুন প্যান-আধার, না হলেই মহা বিপদ! কী ভাবে করবেন? রইল নিয়ম

আরও পড়ুন, সর্বনাশ! বাতিল হয়ে যেতে পারে আপনার আধার কার্ড, এই ভুলটি করেননি তো

কীভাবে প্যান-আধার লিঙ্ক চেক করবেন

আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। সেখানে 'Link Aadhaar Status' অপশনে ক্লিক করুন। প্যান এবং আধার সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। এর পরে 'view link aadhaar status'-এ ক্লিক করুন,

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আপনার সামনে একটি পপ-আপ খুলবে, যেখানে আপনি তথ্য পাবেন যে প্যান আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN-Aadhaar Linking: কাউন্টডাউন শুরু, আর মাত্র ক'দিন বাকি! প্যান-আধার লিঙ্ক না হলে মহাবিপদে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল