এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যাবে ন্যূনতম ২৫০ টাকা দিয়ে ৷ এই অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে ৷ মেয়ের ২১ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা রাখা যেতে পারে ৷ ম্যাচিউরিটির টাকা মেয়ের ১৮ বছর বয়স হলে তুলে নেওয়া যেতে পারবে ৷
পিএনবি-তে এক মেয়ের নামে কেবল একটাই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ একজন ব্যক্তি অধিকতম দুই মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট মেয়ের ১০ বছর হওয়ার আগে খুলতে হবে ৷
advertisement
এই অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং হিসেবে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এটা প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷ বর্তমানে এই স্কিমে ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ এবং এই যোজনায় কর ছাড় পাওয়া যায় ৷ পিএনবি-র যে কোনও ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷