TRENDING:

মাত্র ২৫০ টাকা দিয়ে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলে রাখুন, পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা!

Last Updated:

সরকারের তরফে এরকম একাধিক পলিসি লঞ্চ করা হয়েছে ৷ যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড ভাল রিটার্ন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সন্তানের ভবিষ্যতের জন্য তাদের জন্মানোর পর থেকেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং (Investment Policy) করে নেওয়া অত্যন্ত জরুরি ৷ এর জেরে সন্তানদের উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা এমনকি বিয়ের খরচের চিন্তা করতে হবে না অভিভাবকদের ৷ সরকারের তরফে এরকম একাধিক পলিসি লঞ্চ করা হয়েছে ৷ যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড ভাল রিটার্ন ৷ আপনি যদি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান তাহলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement

এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যাবে ন্যূনতম ২৫০ টাকা দিয়ে ৷ এই অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে ৷ মেয়ের ২১ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা রাখা যেতে পারে ৷ ম্যাচিউরিটির টাকা মেয়ের ১৮ বছর বয়স হলে তুলে নেওয়া যেতে পারবে ৷

পিএনবি-তে এক মেয়ের নামে কেবল একটাই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ একজন ব্যক্তি অধিকতম দুই মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট মেয়ের ১০ বছর হওয়ার আগে খুলতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং হিসেবে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এটা প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷ বর্তমানে এই স্কিমে ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ এবং এই যোজনায় কর ছাড় পাওয়া যায় ৷ পিএনবি-র যে কোনও ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৫০ টাকা দিয়ে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলে রাখুন, পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল