দেশে অ্যাপ ক্যাবের ব্যবসা সব মিলিয়ে ১২ বিলিয়ন ডলারের ৷ উবেরের সঙ্গে সমান তালে দেশের বড় শহরগুলিতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওলার ব্যবসা ৷ পরিষেবায় খরচ কমাতেই এবার ইলেকট্রিক গাড়ির ব্যবহার করতে চলেছে ওলা ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওলার পাইলট প্রজেক্ট হিসেবে ( যার মধ্যে রয়েছে দু’চাকার যান, অটো-রিকশা এবং গাড়ি) তেলেঙ্গানা রাজ্য এবং নাগপুরে চালু হবে ইলেকট্রিক গাড়ির ওলা পরিষেবা ৷
advertisement
দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবসাও সেভাবে বৃদ্ধি পায়নি ৷ সরকারের তরফ থেকে অনেক স্কিম এবং গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি বেশ কিছু অফার দিলেও এইধরণের গাড়ির ব্যবসা বিশেষ বাড়েনি এদেশে ৷ ২০১৬-১৭ আর্থিক বছরে সারা দেশে মাত্র ২২ হাজার ইলেকট্রিক গাড়িই বিক্রি হয়েছে ৷ ক্যাব পরিষেবায় এবার ইলেকট্রিক গাড়ি ব্যবহৃত হলে এই গাড়ির বিক্রিও অনেকাংশে বাড়বে বলে মনে করা হচ্ছে