TRENDING:

National Pension System: এনপিএস-এর এই স্কিম ৬ মাসে রিটার্ন দিয়েছে ২০ শতাংশের বেশি

Last Updated:

৩১ মে ২০২১ পর্যন্ত এলআইসি পেনশন ফান্ড টিয়ার ১ ২৩.০৩ শতাংশ রিটার্ন দিয়েছে, টিয়ার ২ গত ৬ মাসে ২২.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবসরের পর আপনার আর্থিক অবস্থা সুনিশ্চিত করতে বাজারে একাধিক স্কিম রয়েছে ৷ এর মধ্যে অন্যতম ভরসা যোগ্য স্কিম হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস (National Pension System) ৷ এই স্কিমে কর ছাড়ের পাশাপাশি পেয়ে যাবেন ভাল রিটার্ন ৷
advertisement

এনপিএস ট্রাস্টের ডেটা অনুযায়ী, এলআইসি পেনশন ফান্ড (LIC Pension Fund), ইউটিআই রিটায়েরমেন্ট সলিউশন ফান্ড (UTI Retirement Solution Fund), আইসিআইসিআই পেনশন ফান্ড (ICICI Pension Fund), কোটাক পেনশন ফান্ড (Kotak Pension Fund), এইচডিএফসি পেনশন ফান্ড (HDFC Pension Fund)এর মতো এনপিএস স্কিম গত ৬ মাসে ২০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷

৩১ মে ২০২১ পর্যন্ত এলআইসি পেনশন ফান্ড টিয়ার ১ ২৩.০৩ শতাংশ রিটার্ন দিয়েছে, টিয়ার ২ গত ৬ মাসে ২২.৮২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ গত ৬ মাসে এইচডিএফসি পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৩৫ শতাংশ ও টিয়ার ২-২১.২৩ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ইউটিআই রিটায়েরমেন্ট সলিউশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৯৭ শতাংশ এবং টিয়ার ২- ২৩.০৭ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ গত ছ’মাসে এসবিআই পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ১৯.৭৮ শতাংশ ও টিয়ার ২- ২১.৭৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ আইসিআইসিআই পেনশন ফান্ড স্কিম টিয়ার ১- ২১.৪৪ শতাংশ ও টিয়ার ২- ২১.৩৪ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ন্যাশনাল পেনশন সিস্টেম এক সরকারি রিটায়েরমেন্ট সেভিংস স্কিম ৷ কেন্দ্র সরকার ২০০৪ সালে এই স্কিমটি লঞ্চ করেছিল ৷ ২০০৯ সালের পর বেসরকারি সংস্থার কর্মীদের জন্যেও এই স্কিমটি খুলে দেওয়া হয় ৷ এনপিএস-এ অ্যাকাউন্ট খুলতে হলে টিয়ার ১ অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা ও টিয়ার ২ অ্যাকাউন্টে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এখানে ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
National Pension System: এনপিএস-এর এই স্কিম ৬ মাসে রিটার্ন দিয়েছে ২০ শতাংশের বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল