দেখে নিন কীভাবে আধারে সংশোধন করবেন ? আধার কার্ডে কিছু বদল করতে চাইলে প্রথমে Aadhaar Self Service Update Portal (uidai.gov.in) এ যেতে হবে ৷ এরপর আপনাকে Update Your Aadhaar অপশনে ক্লিক করতে হবে ৷ ক্লিক করতেই আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে ৷
কীভাবে আপডেট করবেন নাম, ঠিকানা ও জন্মতারিখ ? Update Your Aadhaar অপশনে ক্লিক করলে Update Address in your Aadhaar এর মধ্যে Update Demographics Data Online বিকল্পে ক্লিক করতে হবে ৷ এখানে আপনার নাম, জন্মতারিখ, Gender, Address and Language Online দেখতে পারবেন৷ এর নীচে Proceed To Update Aadhaar লেখা থাকবে ৷ এখানে ক্লিক করুন ৷
advertisement
এবার নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার আধার কার্ড নম্বর দিতে হবে ৷ আধার কার্জ নম্বর দেওয়ার পর ওখানে Captcha দেওয়া থাকবে ৷ Captcha দেওয়ার পর Send OTP-তে ক্লিক করতে হবে ৷ এরপর আপনাকে Update Demographics Data-তে ক্লিক করতে হবে ৷ এরপর যে ডেটা বদলাতে চাইবেন সেটা চেঞ্জ করে Proceed-এ ক্লিক করতে হবে ৷ যে ডেটা চেঞ্জ করতে চান তার ডকুমেন্ট আপলোড করতে হবে ৷
