TRENDING:

ট্রেনের অপেক্ষা করতে করতে স্টেশনেই বানিয়ে ফেলতে পারবেন Aadhaar ও প্যান কার্ড !

Last Updated:

একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্যান ও আধার (Aadhaar-PAN Card) কার্ড বানানোর জন্য আপনাকে আর আলাদা করে সময় দিতে হবে না ৷ এবার ভারতীয় রেল তাদের যাত্রীদের জন্য নিয়ে এল একটি বিশেষ পরিষেবা ৷ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বানিয়ে ফেলতে পারবেন আপনার আধার ও প্যান কার্ড ৷
Indian Railways
Indian Railways
advertisement

দেশের নির্ধারিত কয়েকটি রেল স্টেশনে প্যান, আধার, ভোটার আইডি এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সুবিধা দেওয়া হবে ৷ এছাড়া মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল পেমেন্ট আরও সহজেই করতে পারবেন ৷ রেল প্রশাসন যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে ৷ এটা তারই মধ্যে একটি ৷

আরও পড়ুন: PNB-তে এই বিশেষ ক্যাটাগরিতে অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২০ লক্ষ টাকার সুবিধা

advertisement

বুকিং করতে পারবেন ফ্লাইটের টিকিটও -

রেলের সংস্থা রেলটেল (railtel) এবার স্টেশনগুলিতে Railwire Saathi kiosks লাগাতে চলেছে ৷ এখানে যাত্রীরা ট্রেনের টিকিটের পাশাপাশি প্লেনের টিকিটও বুকিং করতে পারবেন ৷ এই কিয়স্কের মাধ্যমে আধার, প্যানের জন্য আবেদন করতে পারবেন৷ মোবাইল রিটার্ন হোক বা ট্যাক্স রিটার্ন এই সমস্ত সুবিধা পেয়ে যাবেন কিয়স্কে ৷

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহার করলে কী কী বিশেষ সুবিধা পেতে পারেন জেনে নিন

একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা

রেলওয়ে ইতিমধ্যেই বারাণসী ও প্রয়াগরাজ স্টেশনে এই ধরনের সুবিধা দেওয়া শুরু করে দিয়েছে ৷ এবার শীঘ্রই Veerangana Laxmibai station-এ এই পরিষেবা চালু করে দেওয়া হবে ৷ এছাড়া উত্তর পূর্ব রেলওয়ে প্রায় ২০০ স্টেশনে এই কিয়স্ক শুরু করতে চলেছে ৷

advertisement

আরও পড়ুন: গ্রামীণ ভারতের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ গঠনে নিরন্তর উদ্যোগ এই সংস্থার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রেলটেলের তরফে আরও জানানো হয়েছে, কমন সার্ভিস সেন্টারে (CSC)যাত্রীদের টিকিট বুকিং, ভোটার কার্ড তৈরি, মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল, প্যান কার্ড, ব্যাঙ্কিং ইনস্যুরেন্স ও আধার কার্ডের মতো একাধিক পরিষেবা দেওয়া হবে ৷ এই পরিষেবার Rail Wire Sathi Kiosk নাম দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রেনের অপেক্ষা করতে করতে স্টেশনেই বানিয়ে ফেলতে পারবেন Aadhaar ও প্যান কার্ড !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল