কেন্দ্রীয় মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ ২৫ জানুয়ারি ২০২১ অর্থাৎ আজ ই-ভোটার আইডি কার্ড লঞ্চ করতে চলেছে ৷ ভোটার কার্ডের ই-ভার্সান মোবাইল বা কম্পিউটারে ডাুনলোড করতে পারবেন ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই ডিজিটাল ফর্ম্যাটে কোনও ধরনের এডিট করা যাবে না ৷ পাশাপাশি ডিজিটাল লকারের মতো সুবিধার মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে ৷ এছাড়া ই-ভার্সানের প্রিন্ট বের করা যেতে পারবে ৷
advertisement
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের কাছে সহজেই এবং দ্রুত গতিতে যাতে কার্ড পৌঁছে যায় তাই এই প্রোগ্রাম শুরু করা হয়েছে ৷ এখনও পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যায় ৷
e-EPIC কার্ড ব্যবহারের জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ ডিজিটাল কার্ডের জন্য ভোটদাতাদের নিজেদের সম্বন্ধে সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ মোবাইল নম্বরের সঙ্গে ই-মেল আইডি দেওয়া বাধ্যতামূলক ৷ আপনার মোবাইল নম্বর নির্বাচন কমিশনের কাছে রেজিস্টার্ড হলে অ্যাপের মাধ্যমে ই-মেল ও ফোন নম্বরে একটি মেসেজ আসবে ৷ তথ্য সুরক্ষিত রাখার জন্য ওটিপির সুবিধা রয়েছে ৷ এটাই দুটি QR কোড থাকবে ৷ এখানে ভোটারদের এলাকার পুরো তথ্য থাকবে ৷ ভোটার আইডি কার্ডের হার্ডকপি দেওয়াও জারি থাকবে ৷