TRENDING:

ট্যুইটারে নীল টিক পেতে হলে খসাতে হবে টাকা, নয়া পরিকল্পনা মাস্কের!

Last Updated:

মোটা টাকা দিয়ে ট্যুইটার কিনেছেন বিলিয়নেয়ার এলন মাস্ক। এখন ট্যুইটার ব্যবহারকারীদের সেই মূল্য চোকাতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মোটা টাকা দিয়ে ট্যুইটার কিনেছেন বিলিয়নেয়ার এলন মাস্ক। এখন ট্যুইটার ব্যবহারকারীদের সেই মূল্য চোকাতে হবে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখন থেকে ট্যুইটার ব্যবহারকারী অ্যাকাউন্টে ব্লু টিক পেতে চাইলে খসাতে হবে মোটা টাকা। এমনই নিয়ম আনতে চলেছেন ট্যুইটারের নতুন মালিক মাস্ক।
advertisement

আমেরিকার প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ট্যুইটারে নীল টিক পেতে গেলে এবার থেকে ১৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৪০ টাকা দিতে হবে। বর্তমানে, যাচাইকৃত ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের জন্য ৯০ দিন সময় পান। যদি এই সময়ের মধ্যে টাকা না দেওয়া হয়, তাহলে অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে দেওয়া হবে। পরিবর্তিত নিয়ম অনুসারে, গ্রেস প্রিপেইড বন্ধ হয়ে যাবে এবং ব্যবহারকারীদের নীল টিক পেতে অবিলম্বে অর্থ প্রদান করতে হবে। বর্তমানে ব্লু টিকের জন্য ৪.৯৯ ডলার দিতে হয়।

advertisement

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে ১৫x১৫x১৫ নিয়ম অনুসরণ করলেই কিন্তু কেল্লা ফতে!

কাজে দেরি হবে: এই প্রকল্পে কর্মরত কর্মচারীরা বলছেন, আগামী ৭ নভেম্বরের মধ্যে নতুন ফিচার চালু করার সময়সীমা দেওয়া হয়েছে। এদিকে এলন মাস্ক রবিবার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ট্যুইটার তার পারফেকশন প্রক্রিয়া সংশোধন করবে। সোশ্যাল মিডিয়া কোম্পানির অধিগ্রহণ শেষ করার মাত্র একদিন পরেই এই ঘোষণা করেন তিনি। এ থেকে অনুমান করা হচ্ছে, মাস্ক আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

advertisement

আরও পড়ুন: ব্যাটারি বদলাতে কত খরচ পড়ে বৈদ্যুতিক গাড়ির? জানতে পড়ুন বিস্তারিত!

তবে সেই পারফেকশন প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে বিশদে কিছু জানাননি টেসলার সিইও এবং ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক। তবে প্রযুক্তি নিউজলেটার প্ল্যাটফর্ম বলেছে যে যাচাইকরণ প্রক্রিয়াটি ট্যুইটারে গ্রাহক অ্যাকাউন্টের নীল টিকিংয়ের অংশ হতে পারে। ট্যুইটার গত বছরের জুনে ট্যুইটারে ব্লু চালু করেছিল, যা ছিল প্রথম সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবা। এর আওতায় ব্যবহারকারীরা অনেক প্রিমিয়াম ফিচার ব্যবহার করার সুবিধা পান। এছাড়াও এতে ট্যুইট এডিট করার সুবিধাও রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এডিটের সুবিধেও পাওয়া যাবে: সোশ্যাল মিডিয়া সংস্থাটি অতীতে তার ইউজারদের এডিটের সুবিধা দিত। পরে এই নিয়ে একটি সমীক্ষা করেন খোদ এলন মাস্ক। সেই সমীক্ষায় ৭০ শতাংশ ব্যবহারকারী সম্পাদনার সুবিধে দেওয়ার পক্ষে ভোট দেন। এর পরে সোশ্যাল মিডিয়া সংস্থাটি তার প্ল্যাটফর্মে সম্পাদনা অপশন দেওয়া শুরু করে। কিন্তু পরে তুলেও নেওয়া হয়। তবে বর্তমানে এই সুবিধাটি কেবলমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ইউজাররাই পাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যুইটারে নীল টিক পেতে হলে খসাতে হবে টাকা, নয়া পরিকল্পনা মাস্কের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল