দেশের বিভিন্ন শহর থেকে রাজধানী দিল্লির কানেক্টিভিটিও এইভাবেই বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া ৷ সংস্থার পক্ষ থেকে এটাকে ‘লাস্ট মিনিট এয়ার ট্রাভেলার’ বলা হচ্ছে ৷ এই অফার পেতে আপনার প্রয়োজন শুধুমাত্র রাজধানীর এসি-টু টিয়ারে একটি টিকিট কাটা ৷ তাই এবার থেকে পাটনা বা কলকাতা থেকে দিল্লি গামী রাজধানীর টু-টিয়ারে ওয়েটিং লিস্টের টিকিট কাটা থাকলেই আর সেটা কনফার্ম হওয়ার অপেক্ষা করতে হবে না ৷ কারণ টিকিট শেষপর্যন্ত যদি কনফার্ম নাও হয়, তাহলেও আপনার দিল্লি যাওয়া আটকাবে না ৷ বরং বাকি যাত্রীদের থেকে আগেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে ৷
advertisement
২৭ জুন থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলছে ৷ এয়ার ইন্ডিয়ার ইকনমি ক্লাসের টিকিটই কাটতে পারবেন রাজধানী এক্সপ্রেসের টু-টিয়ারের টিকিট দেখিয়ে ৷ সেটাও এয়ার ইন্ডিয়ার বুকিং অফিস, এয়ারপোর্ট এবং এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে ৷ ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন, যদি আপনার রাজধানীর টিকিট শেষপর্যন্ত ওয়েটিং লিস্টে থাকে ৷