TRENDING:

এবার থেকে WhatsApp থেকেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার

Last Updated:

বিপিসিএল এর তরফে আরও জানানো হয়েছে এর জেরে বুকিং করার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাহকদের জন্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডারের ৷ সম্প্রতি সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ সংস্থার মোট ৭.১০ কোটি এলপিজি গ্রাহক রয়েছে ৷ বিপিসিএল এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ভারত গ্যাসের গ্রাহকরা দেশের যে কোনও প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং করতে পারবেন ৷
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে যে সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন Whatsapp বিজনেস চ্যানেল শুরু করা হচ্ছে ৷ Whatsapp এ বিপিসিএল এর স্মার্টলাইন নম্বর 1800224344 এ গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে বুকিং করতে পারবেন ৷

বিপিসিএল এর তরফে আরও জানানো হয়েছে এর জেরে বুকিং করার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাহকদের জন্য ৷ এখনও প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন ৷ আর এই নতুন পদক্ষেপের মাধ্যমে গ্রাহক ও সংস্থার সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বুকিং হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে ৷ এর পাশাপাশি একটি লিঙ্কও পাঠানো হবে যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া গ্যাস ডেলিভারির ওপর বিশেষ নজর রাখা হবে এবং গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া নেওয়া হবে পরিষেবা নিয়ে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার থেকে WhatsApp থেকেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল