তবে যাদের সিম ফোনে ইনসার্ট করার পর এখনও জিওতে ফোন বা মেসেজ করতে সমস্যা হচ্ছে, তাদের জন্য সুখবর ৷ রিল্যায়েন্স তাদের অ্যাপ আপগ্রেড করেছে ৷ এর ফলে এবার থেকে আর কোনও সমস্যা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আপনার প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন ৷
আপনার ফোনে যদি jio join অ্যাপ থাকে তাহলে সেটা আপডেট করুন ৷ এর জন্য গুগল প্লে স্টোরকে গিয়ে jio 4g vioce সার্চ করে আপগ্রেড করুন ৷ আপডেট হওয়ার পর আপনার অ্যাপের নাম বদলে jio 4g vioce হয়ে যাবে ৷ এরপর খুব সহজেই আপনি বিনামূল্যে ফোন করার সুবিধা উপভোগ করতে পারবেন ৷
advertisement
জিও-র সমস্ত পরিষেবা উপভোগ করার জন্য My Jio অ্যাপ ডাউনলোড করুন ৷ এর মধ্যে মোট ১১টি অ্যাপ রয়েছে ৷ এই অ্যাপগুলো থাকলে আপনি এক সঙ্গে অনেকগুলো ফিচার্স ব্যবহার করতে পারবেন ৷
ফোনে সিগন্যাল না এলে কী করবেন ?
১. সিম প্রথম স্লটে লাগান ৷ এরপর ডেটা অন আছে কি না চেক করুন ৷
২. নেটওয়ার্ক সেটিংস চেক করুন ৷ দেখুন সিম ১ কে আপনি ডেটার জন্য প্রাইমারি সিম করেছেন কিনা ৷
৩. মোবাইল ডেটা বা নেটওয়ার্ক সেটিংসে Preferred Network - এ 4G/LTE সিলেক্ট করুন ৷