বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের৷ জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার আরও কমানো হচ্ছে৷ ১ এপ্রিল থেকে নতুন সুদের হার লাগু হওয়ার কথা ছিল৷ বুধবার রাতে জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এনএসসি (NSC) এবং পিপিএফ (PPF)-এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে৷ ব্যাঙ্কের সুদের হার কমতে থাকাতেই পাল্লা দিয়ে স্বল্প সঞ্চয়েও সুদের হার কমানো হল, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়৷ এরপরই মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনা ওঠে দেশজুড়ে৷ আজ, সকালেই আসরে নামেন অর্থমন্ত্রী এবং আপাতত স্বস্তি মেলে তাঁর ট্যুইটে৷
advertisement
বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, এনএসসি, পিপিএফ, সিনিয়ার সিটিজেন স্কিমে (Senior Citizen Scheme) সুদের হার উল্লেখযোগ্য ভাবে কমানো হচ্ছে৷ এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করার কথাও বলা হয়েছিল৷ টার্ম ডিপোজিটেও সুদের হার কমানোর কথা ঘোষণা করা হয়েছিল৷ কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমেও (Sukanya Samriddhi Scheme)এক ধাক্কায় কমানো হয়েছিল সুদের হার৷ সুদের হার কমানোর কথা বলা হয়েছিল কিসান বিকাশ পত্রেও৷