TRENDING:

কমছে না স্বল্প সঞ্চয়ের সুদের হার, বুধবারের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে বড় ঘোষণা নির্মলার

Last Updated:

গত অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের সুদের (Small Scale Scheme Interest Rate) হার যা ছিল, তা অপরিবর্তীত থাকছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণ জনতাকে স্বস্তি দিলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)৷ বুধবার রাতে স্বল্প সঞ্চয়ের সুদের হার কমানোর যে বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থমন্ত্রক, তা বৃহস্পতিবার সকালেই প্রত্যাহার করে নেন নির্মলা৷ আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল সুদ (Interest Rate) কমানোর নির্দেশ৷ তবে এদিন, বৃহস্পতিবার, ভোরেই অর্থমন্ত্রী ট্যুইট করে জানান যে, এই নির্দেশিকা প্রত্যাহার করা হচ্ছে৷ ভুল করে এই বিজ্ঞপ্তি করা হয়েছিল বলে ট্যুইটে জানান তিনি৷ গত অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের সুদের (Small Scale Saving) হার যা ছিল, তা অপরিবর্তীত থাকছে৷ যার মানে, বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যে সুদের হার ছিল, তাই বহাল থাকবে৷
advertisement

বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের৷ জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার আরও কমানো হচ্ছে৷ ১ এপ্রিল থেকে নতুন সুদের হার লাগু হওয়ার কথা ছিল৷ বুধবার রাতে জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এনএসসি (NSC) এবং পিপিএফ (PPF)-এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে৷ ব্যাঙ্কের সুদের হার কমতে থাকাতেই পাল্লা দিয়ে স্বল্প সঞ্চয়েও সুদের হার কমানো হল, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়৷ এরপরই মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনা ওঠে দেশজুড়ে৷ আজ, সকালেই আসরে নামেন অর্থমন্ত্রী এবং আপাতত স্বস্তি মেলে তাঁর ট্যুইটে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, এনএসসি, পিপিএফ, সিনিয়ার সিটিজেন স্কিমে (Senior Citizen Scheme) সুদের হার উল্লেখযোগ্য ভাবে কমানো হচ্ছে৷ এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করার কথাও বলা হয়েছিল৷ টার্ম ডিপোজিটেও সুদের হার কমানোর কথা ঘোষণা করা হয়েছিল৷ কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমেও (Sukanya Samriddhi Scheme)এক ধাক্কায় কমানো হয়েছিল সুদের হার৷ সুদের হার কমানোর কথা বলা হয়েছিল কিসান বিকাশ পত্রেও৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কমছে না স্বল্প সঞ্চয়ের সুদের হার, বুধবারের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে বড় ঘোষণা নির্মলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল