এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষদের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার দাম কমছে পোশাকের৷ পাশাপাশি সস্তা হচ্ছে জুতো এবং চামড়াজাত দ্রব্যও৷ মোবাইলের পাশাপাশি দাম কমছে মোবাইলের চার্জারেরও।
আরও পড়ুন: এ বছরই দেশে চালু ডিজিটাল মুদ্রা! বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, জানুন বিস্তারিত...
advertisement
পালিশ করা গয়না এবং পাথরের উপরে শুল্ক হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে৷ ফলে হিরে, জেম স্টোনের দামও এবার কমতে চলেছে। সস্তা হচ্ছে ইমিটেশনের গয়নাও৷ দাম কমেছে গ্রহরত্নেরও। কৃষি যন্ত্রপাতির দামও কমার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।
আরও পড়ুন: শীঘ্রই বিক্রি হবে এলআইসি-র শেয়ার! বাজেটের শুরুতেই ঘোষণা নির্মলার
তবে দাম বাড়ছে ইস্পাতের দ্রব্যের। ফলে স্টিলের বাসনের দাম এবার বাড়তে চলেছে। ছাতার দাম বাড়তে চলেছে৷ কারণ ছাতার উপরে শুল্ক প্রায় কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে৷ বিদেশ থেকে আমদানি করা সমস্ত দ্রব্যের দামও বাড়তে চলেছে এবারের বাজেটে৷