২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশিত ভাবেই বাজেট পেশ করতে গিয়ে গত ৯ বছরে মোদি সরকারের সাফল্য গাঁথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
আরও পড়ুন: 'অমৃতকালের' প্রথম বাজেট পেশ নির্মলা সীতারণের, হেঁশেল থেকে বাজার, মিলবে কতটা স্বস্তি
নির্মলা দাবি করেন, করোনা কালে মোদি সরকারের বিনা পয়সায় রেশনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প, সফল ভাবে টিকাকরণ কর্মসূচি আর্থিক মন্দার কবল থেকে ভারতকে রক্ষা করতে পেরেছে৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত ৯ বছরে নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতীয় অর্থনীতি গোটা বিশ্ব দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে৷
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, করোনা অতিমারির ধাক্কা সামলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি রয়েছে৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী দিনেও অর্থনৈতিক সংস্কারের দিকে নজর থাকবে কেন্দ্রীয় সরকারের৷ এমন প্রকল্প আনা হবে, যার সুফল সমাজের সবস্তরের মানুষ পান৷ যুবসমাজের জন্য তৈরি হয় কর্মসংস্থান৷