তিনি বলেন, “আমরা হিসাবে বাজেটে স্বচ্ছ ভোট প্রবর্তন করেছি। সমাজের প্রতিটি বিভাগে আমাদের প্রকল্পের সুবিধাভোগী রয়েছে। সুবিধাভোগীরা সরকারের উদ্দেশ্য বোঝেন। বাজেট নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা চলছে। যাঁরা সরকারি স্কিম থেকে উপকৃত হয়েছেন তাঁরাই বোঝেন সরকারের উদ্দেশ্য। একজন ব্যক্তি যখন সরকার থেকে উপকৃত হন, তখন তাঁর আত্মবিশ্বাস বাড়ে।”
নেটওয়ার্ক ১৮ এর সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, “এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং মানুষ এটি বুঝতে পেরেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরকারের নানা পরিকল্পনার কথা বলছেন। এটা সকলের জন্য। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হল সাধারণ মানুষকে মন ও মন দিয়ে সাহায্য করা।”
advertisement
পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “আমরা ঠিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরেছেন। আমি আশা করি এই লক্ষ্য অর্জনে আমাদের কোনও সমস্যা হবে না। ভারতের অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
আরও পড়ুন, “মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারে ৭% GDP বৃদ্ধিতে দেশ এগোবে,” বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “আমাদের পূর্ণ আশা আছে যে আমরা ভারসাম্যপূর্ণ মুদ্রাস্ফীতির হার দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করব। আমি চাই বিদেশি রেটিং এজেন্সিগুলো ভারতে যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে তা দেখুক এবং সেই অনুযায়ী তাদের মতামত দেবে। প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক সংস্কারের পক্ষে এবং সরকার ক্রমাগত এই দিকে অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “অর্থনীতির দ্রুত গতি অব্যাহত রয়েছে। আমরা আশা করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে আমরা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করব। আমরা বাজেটে প্রবৃদ্ধি বৃদ্ধির পদক্ষেপের পাশাপাশি সব দিক খেয়াল রাখার চেষ্টা করেছি।”
