ভাল বাজেট সমাজের সমস্ত বিভাগকে কভার করে বলে মন্তব্য করেন নির্মলা। তাঁর কথায়, ‘‘ভাল বাজেটের বৈশিষ্ট হল, তাতে সমাজের সমস্ত স্তরের জন্যই কিছু না কিছু থাকবে।’’ নির্মলার আশা, ‘‘বাজারে বাজেটের তাৎক্ষণিক প্রভাব আগামী দিনেও অব্যাহত থাকবে।’’ এর আগে নির্মলা বলেছিলেন, সরকার নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। মধ্যবিত্তদের সুবিধার জন্য কর কাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও আনা হয়েছে।
advertisement
দেশের ব্যাঙ্কিং সিস্টেমও যে সম্পূর্ণ সুরক্ষিত, সে কথা জানাতে ভোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাঙ্কিং সিস্টেমকে তার টালমাটাল দশা থেকে যে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই আত্মপ্রত্যয় স্পষ্টরূপেই ধরা দিয়েছে তাঁর কণ্ঠে।
এদিকে আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে বিতর্ক অব্যাহত। এলআইসি এবং এসবিআই আদানি গ্রুপে ব্যাপক লগ্নি করেছে। আদানি গোষ্ঠী ডুবলে ওই বিপুল টাকা লোকসান হবে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এদিন নাম না করে সে প্রসঙ্গেরও জবাব দিয়েছেন নির্মলা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এলআইসি এবং এসবিআই পুরোপুরি সুরক্ষিত। তাঁর কথায়, ‘‘আমি মনে করাতে চাই এসবিআই এবং এলআইসি সংশ্লিষ্ট সিএমডি-দের সঙ্গে বিশদ বিবৃতি জারি করে জানিয়েছে তারা সম্পূর্ণ সুরক্ষিত।’’ সঙ্গে তাঁর সংযোজন, ‘ভারতের ব্যাঙ্কিং সেক্টর আজ মসৃণ গতিতে এগোচ্ছে’।